ওয়েব ডেস্ক: বাসিল ডিঅলিভিয়েরা ট্রফির দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় দক্ষিণ আফ্রিকা। কোনও ইংরেজ ক্রিকেটার বিষ্ময়কর কোনও ইনিংস খেলে না দিলে, সিরিজের দ্বিতীয় টেস্টে ইংরেজদের বাঁচানো মুশকিল। টেন্টব্রিজ টেস্টের গতিপ্রকৃতি জেনে নিন এক ঝলকে- এই টেস্টে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৩৩৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ২০৫ রানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিরাট-অনুষ্কার নিউইয়র্কের সুপার মার্কেটের ছবিটা দেখেছেন?


দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ডিক্লেয়ার করে ৯ উইকেটে ৩৪৩ রান করে। অর্থাত্, চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচ জিততে গেলে ইংরেজদের করতে হবে ৪৭৪ রান। এই অবস্থায় ম্যাচের তৃতীয় দিনের শেষে ব্যাট করতে নেমে ইংরেজদের রান বিনা উইকেটে ১ রান। ম্যাচ জিততে গেলে জো রুটের দলকে করতে হবে আরও ৪৭৩ রান। হাতে রয়েছে ১০ উইকেট এবং দু'দিন। সোমবারই ঠিক হয়ে যাবে টেন্টব্রিজ টেস্টের ফল কী হবে।


আরও পড়ুন  অষ্টমবার উইম্বলডন খেতাব জেতার পর কী বললেন ফেডেরার?