ওয়েব ডেস্ক: ইংরেজ অধিনায়কের দুর্দান্ত ফর্ম অব্যহত। হেডিংলি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও খেললেন 'ফিফটি প্লাস' রানের ইনিংস। আর সেই সঙ্গে সঙ্গে রেকর্ড বইতে আরও একবার নিজের নাম তুলে ফেললেন জো রুট। এই নিয়ে তিনি টানা ১২টি টেস্ট ইনিংসে 'ফিফটি প্লাস' রান করলেন। এতদিন এই রেকর্ড ছিল শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের নামে। এবার রুটের নামও জুড়ে গেল তাঁর নামের সঙ্গে। ইংরেজ অধিনায়কের সূযোগ রয়েছে এবি ডিভিলিয়ার্সকেও টপকে যাওয়ার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিশ্ব একাদশের বিরুদ্ধে পাকিস্তান দল কেমন হল জেনে নিন


এর আগের ১১ ইনিংসে রুটের রান ছিল যথাক্রমে, ৫৬, ১২৪, ৫৩, ৭৮, ৭৭, ৮৮, ১৯০, ৭৮, ৫০, ৫২ এবং ১৩৬। এর আগে টানা ১১টি টেস্ট ইনিংসে 'ফিফটি প্লাস' রানের রেকর্ড ছিল, বীরেন্দ্র সেহেবাগ, গৌতম গম্ভীর এবং স্যর ভিভিয়ান রিচার্ডসের নামে। এঁদেরকে টপকে গেলেন রুট।


আরও পড়ুন  তৃতীয় একদিনের ম্যাচের আগে শ্রীলঙ্কার জন্য আরও খারাপ খবর