নিজস্ব প্রতিনিধি : ২০০৫ অ্যাসেজ-এর আগে শেন ওয়ার্নের ভয়ে এমনই জুজু হয়ে ছিলেন ইংলিশ ব্যাটসম্যানরা। সেবার শেষমেশ মার্লিন-কে ডেকে পাঠানো হয়েছিল। এবারও কুলদীপ যাদব ও যুজভেন্দ্র চাহ্বলের মায়াজালে সরষে ফুল দেখছেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা। প্রথম টি-২০-র পর একথা বলাই যায়। তাই ১৩ বছর পর আরও একবার ডাক পড়ল মারলিনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বিরাটকে বোলিং ততটাও কঠিন নয়!


মারলিন কোনও মানুষ নয়। মেশিন। স্পিন বোলিং মেশিন। ইংল্যান্ড ব্যাটম্যানরা মারলিনকে খেলেই আপাতত 'কুলচা' জুটিকে সামলানোর প্রস্তুতি নিচ্ছেন। ভারতের বিরুদ্ধে আজ দ্বিতীয় টি-২০-তে নামার আগে ইংল্যান্ডের একমাত্র চিন্তা কুলদাপ-চাহ্বল জুটি। ২০০৫-এর পর আর কখনও ইংল্যান্ড মার্লিন-এর সাহায্য নেয়নি। যদিও ইংল্যান্ড শিবির কুলদীপদের নিয়ে চিন্তায় থাকার কথা স্বীকার করছে না। বরং ইংল্যান্ডের অল-রাউন্ডার ক্রিস জর্ডন বলছেন, ''একটা ম্যাচে একটা হারে আমাদের আত্মবিশ্বাসে কোনও আঘাত পড়েনি। সামনের পা বাড়িয়ে কোয়ালিটি স্পিন খেলতে আমাদের কোনও অসুবিধা নেই। কুলদীপ, চাহ্বল ভাল বোলিং করেছে আগের ম্যাচে। তবে ওদের নিয়ে আমরা কিন্তু আতঙ্কিত নই।'' 


আরও পড়ুন- টি-টোয়েন্টিতে রেকর্ড ধোনির!


তা হলে হঠাত্ করে মার্লিন-এর দ্বারস্থ হতে হল কেন? জর্ডনের ব্যাখ্যা, ''আমাদের দলে কোনও চায়নাম্যান নেই। সেক্ষেত্রে মার্লিন ছাড়া আমাদের কাছে উপায় ছিল না। এটা আসলে প্রথাগত ট্রেনিংয়ের বাইরে কিছু করার ইচ্ছা। মার্লিন থেকে স্পিনের সঙ্গে বাউন্স খেলার প্র্যাকটিসও করা যায়। এমনিতে আইপিলে কুলদীপদের খেলে আসা ব্যাটসম্যান আমাদের ড্রেসিংরুমে রয়েছে।''