নিজস্ব প্রতিবেদন : ২০১৯ বিশ্বকাপ ফাইনাল ৫০-৫০ ওভার শেষে ম্যাচ টাই। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও টাই। দু দুবার টাই হওয়ার পর শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। সঙ্গে বিশ্বকাপও। কারণ, আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারেও মীমাংসা না হলে যে দল দল সেই ম্যাচে বেশি সংখ্যক বাউন্ডারি মেরেছে তাদের জয়ী বলে ঘোষণা করা হবে। আইসিসি-র এমন নিয়ম মেনে নিতে পারেননি অনেকেই। আইসিসি-র এই অদ্ভুত নিয়ম নিয়ে সরব হয়েছেন অনেকেই। এবার মুখ খুললেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


যে দেশে ক্রিকেটের জন্য সেই দেশের বিশ্বকাপ জিততে লেগে গেল ৪৪টা বছর। ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে গর্বিত মর্গ্যান কিন্তু আইসিসি-র এই নিয়মটা মেনে নিতে পারছেন না। নিউ জিল্যান্ড দলের কোচও এমন পরিস্থিতিতে যুগ্মবিজয়ী ঘোষণার কথাও বলেন। গোটা ঘটনার পর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন তার প্রশংসা করেছেন প্রায় সকলেই। বিশ্বকাপ জয় এবং আইসিসি-র নিয়ম নিয়ে কথা বলতে গিয়ে ইয়ন মর্গ্যান বলেন, " আমি মনে করি এটা ঠিক নয়, যেভাবে মীমাংসা হল। যেখানে দুটো দলের মধ্যে খুব সামান্য বা প্রায় কোনও পার্থক্য নেই বললেই চলে। ওই ম্যাচে এমন কোনও মুহূর্ত আছে কি যেটা দুটো দলকে আলাদা করতে পারে। আমি জানি। আমি ওই ঘটনার সময় পুরোটাই তো ছিলাম। আমি কোনও ভাবেই আঙুল তুলতে পারব না, যে ম্যাচটা কোথায় হারল বা জিতল। এই পরিস্থিতিতে জেতা সহজ নয়, বরং হারাটাই বেশি কঠিন।"


আরও পড়ুন - পাকিস্তানকে নির্বাসিত করতে পারে আইসিসি! কারণ ইমরান খান