নিজস্ব প্রতিবেদন: অ্যাশেজ (Ashes 2021-22) সিরিজের শুরুতেই মুখ থুবড়ে পড়েছে জো রুটের (Joe Root) ইংল্যান্ড। গাবা টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেই সিরিজে পিছিয়ে পড়েছে ইংরেজরা। এর সঙ্গেই তাদের দুর্ভোগ আরও কিছুটা বাড়িয়ে দিল আইসিসি (ICC)। স্লো ওভার রেটের জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা রুটদের ম্যাচ ফি-র ১০০ শতাংশই কেটে নিল। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও (World Test Championship) পাঁচ পয়েন্ট খোয়াল রুট অ্য়ান্ড কোং! ম্য়াচ রেফারি ডেভিড বুন এই নিদান দিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Maradona: দুবাই থেকে উধাও মারাদোনার বহুমূল্য ঘড়ি, শেষপর্যন্ত উদ্ধার অসম থেকে



আইসিসি-র নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের জন্য খেলোয়াড়দের ২০ শতাংশ কাটা হয় প্রতি ওভারের জন্য। দল নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে তার দায় বর্তায় খেলোয়াড়দের ওপরেই। এর সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও একটি করে পয়েন্ট কাটা যায়। গাবা টেস্টের দ্বিতীয় দিনে সকালের সেশন প্রলম্বিত হওয়ায় ৯৮ ওভার বল করার জায়গায় ইংল্যান্ড ৮৪ ওভার বল করেছে শুধু। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) শনিবার জানিয়ে দিয়েছে যে,পার্থে (Perth) নয়  হোবার্টের (Hobart) বেলেরিভ ওভালে (Bellerive Oval) হবে চলতি অ্যাশেজের (Ashes 2021-22) পঞ্চম তথা শেষ টেস্ট। আগামী ১৪-১৮ জানুয়ারি অস্ট্রেলিয়ার দ্বীপরাষ্ট্র তাসমানিয়া দেখবে অ্যাশেজের দ্বিতীয় দিন-রাতের টেস্ট। অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর থেকে। অ্যাডিলেড ওভালে হবে সিরিজের প্রথম গোলাপি বলের দিন-রাতের টেস্ট। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)