ইংল্যান্ডের প্রথম একাদশে ফিরতে চলেছেন টটেনহ্যামের তারকা হ্যারি কেন
প্রি কোয়ার্টারের লড়াইয়ে ইংল্যান্ডের প্রথম একাদশে ফিরতে চলেছেন টটেনহ্যামের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। ফলে আবার রিজার্ভ বেঞ্চে ফিরতে হচ্ছে ইপিএলে সাড়া ফেলে দেওয়া জ্যামি ভার্ডিকে। দলে ফিরছেন ওয়েন রুনিও। আইসল্যান্ডের জমাট ডিফেন্সের পাল্টা স্ট্র্যাটেজি হিসাবে সম্ভবত চার-তিন-তিন ছকে দল নামাতে চলেছেন ব্রিটিশ কোচ রয় হজসন।বর্ষীয়ান কোচের স্ট্র্যাটেজিতে ড্যানিয়েল স্টুরিজ,অ্যাডাম লালানার সঙ্গী হতে পারেন কেইন।
ওয়েব ডেস্ক: প্রি কোয়ার্টারের লড়াইয়ে ইংল্যান্ডের প্রথম একাদশে ফিরতে চলেছেন টটেনহ্যামের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। ফলে আবার রিজার্ভ বেঞ্চে ফিরতে হচ্ছে ইপিএলে সাড়া ফেলে দেওয়া জ্যামি ভার্ডিকে। দলে ফিরছেন ওয়েন রুনিও। আইসল্যান্ডের জমাট ডিফেন্সের পাল্টা স্ট্র্যাটেজি হিসাবে সম্ভবত চার-তিন-তিন ছকে দল নামাতে চলেছেন ব্রিটিশ কোচ রয় হজসন।বর্ষীয়ান কোচের স্ট্র্যাটেজিতে ড্যানিয়েল স্টুরিজ,অ্যাডাম লালানার সঙ্গী হতে পারেন কেইন।
মিডফিল্ডে ড্যানি রোজ,কেইল ওয়াকারের সঙ্গে সম্ভবত খেলবেন ডেলে আলি। স্লোভাকিয়া ম্যাচে দলে ছটা পরিবর্ত করার জন্য তোপের মুখে পড়তে হয়েছিল হজসনকে। তবে আইসল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে সেসব নিয়ে মাথাই ঘামাচ্ছেন না সাহেব কোচ।