জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক পোস্টেই চমকে দিলেন ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার ডেভিড উইলি (David Willey) ! বিশ্বকাপের মাঝেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন। বুধবার দুপুরে উইলি ইনস্টাগ্রামে লম্বা বিবৃতি দিয়ে জানালেন যে, চলতি বিশ্বকাপের পর আর তাঁকে দেখা যাবে না দেশের জার্সিতে। অবসরের ঘোষণা করে দিলেন ৩৩ বছরের নর্দাম্পটনশায়ারের বাসিন্দা। দেখতে গেলে উইলির এই সিদ্ধান্তের নেপথ্য়ে রয়েছে তাঁর দেশের ক্রিকেটীয় বোর্ডের সিদ্ধান্ত। ইংল্যান্ড ক্রিকেট উইলিকে জানিয়েই দিয়েছিল যে, তাঁকে আর কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে না। উইলি বাধ্য হয়েই ইংল্যান্ডের জার্সি গায়ে না চাপানোর রাস্তা বেছে নিলেন। উইলি চলতি কাপযুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন। ভারতের বিরুদ্ধেই রয়েছে তিন উইকেট (কেএল রাহুল, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব)। ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে ৪২ রানও করেছেন তিনি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Shaheen Afridi | World Cup 2023: ন'লাফে মগডালে! অজি নক্ষত্রের গদিতে শাহিন, হলেন বিশ্বের এক নম্বর


উইলি তাঁর পোস্টে লিখেছেন, 'আমি কখনও চাইনি এই দিনটি আসুক। একদম অল্প বয়স থেকেই ইংল্য়ান্ডের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেছি। অনেক ভাবনাচিন্তা করে এই সিদ্ধান্তে এলাম যে, চলতি বিশ্বকাপের পরেই আমি সব রকমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব। অত্য়ন্ত আক্ষেপের সঙ্গেই বলব যে, আমার অবসরের সময় এসেছে।' ২০১৫ সালে উইলি আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করেছিলেন। উইলি ইংরেজ অধিনায়কদের মধ্যে অইন মর্গ্যান,  ট্রেভর বেলিস ও অ্যান্ড্রিউ স্ট্রসের নেতৃত্বে খেলেছেন। এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৭০টি পঞ্চাশ ওভারের ম্য়াচে তিনি ৯৪ উইকেট পেয়েছেন। ৪৩টি টি-২০ আন্তর্জাতিক ম্য়াচে রয়েছে ৫১ উইকেট। ২০১৯ বিশ্বকাপে উইলি কিন্তু ইংল্য়ান্ডের সম্ভাব্য দলে ছিলেন। তবে ভাগ্যের ফেরে তাঁর আর চূড়ান্ত দলে জায়গা হয়নি। শেষ মুহূর্তে তাঁকে বাদ পড়তে হয়েছিল। কারণ দলে ঢুকেছিলেন ব্রিটিশ পেসার জোফ্রা আর্চার। 


আরও পড়ুন: Cristiano Ronaldo | Lionel Messi: মেসির পুরস্কারে অট্টহাসি রোনাল্ডোর! ঝড়ের বেগে ভাইরাল পোস্ট



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)