ওয়েব ডেস্ক: আজ রাতে ইউরো অভিযান শুরু করছে অন্যতম ফেভারিট ইংল্যান্ড। রয় হজসনের দলের প্রতিপক্ষ রাশিয়া। যোগ্যতাঅর্জনকারী পর্বে সবকটা ম্যাচ জিতে মূলপর্বে খেলতে নামছেন রুনিরা। কঠিন চ্যালেঞ্জ হলেও কেইনদের সঙ্গে টক্কর দিতে তৈরি রাশিয়াও। ঠিক পঞ্চাশ বছর আগে শেষবার আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেয়েছিল ইংল্যান্ড। উনিশশো ছেষট্টি সালে বিশ্বকাপ জেতার পর বিশ্বফুটবলে সেভাবে ছাপই ফেলতে পারেনি থ্রি লায়ন্সরা। তাই বিশ্বকাপ জয়ের সুবর্ন জয়ন্তী বছরে ইউরোতে ছাপ ফেলতে মরিয়া রয় হজসনের দল। শনিবার রাতে রাশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করছেন রুনিরা। যোগ্যতা অর্জনকারী পর্বে ইংল্যান্ডই একমাত্র দল যারা দশটা ম্যাচই জিতেছিল। রুনি,ভার্ডি,হ্যারি কেইন,স্টারলিং সমৃদ্ধ  ইংল্যান্ড দলকে এবারের ইউরোর অন্যতম ব্যালান্সড দল হিসাবে দেখা হচ্ছে। যারা টেক্কা দিতে পারেন জার্মানি,স্পেনের মত দলকেও। রাশিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ বাছতে কার্যত হিমসিম খাওয়ার যোগাড় রয় হজসনের।


মনে করা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে সম্ভবত শুরু করবেন হ্যারি কেইন আর ওয়েন রুনি জুটি। অতীতে বহুবার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। তাই প্রথম ম্যাচের আগে বেশ সতর্ক ব্রিটিশ শিবির। সাম্প্রতিক অতীতে ট্র্যাকরেকর্ড ভাল না হলেও রুনিদের টক্কর দিতে তৈরি রাশিয়াও। শেষ তিনটে ম্যাচে জয় নেই। সাত গোল হজম করতে হয়েছে । এই পরিস্থিতিতে কেইন-রুনি জুটিকে আটকানোই চ্যালেঞ্জ হতে চলেছে রাশিয়া কোচ স্লাটস্কির সামনে। অভিজ্ঞতার অভাব,দলে তারকা ফুটবলার নেই। দলে চোটসমস্যা। এত প্রতিকূলতার মধ্যেও দলের ফুটবলারদের কাছ থেকে একটা মরিয়া লড়াই চাইছেন রাশিয়া কোচ।