নিজস্ব প্রতিনিধি : গ্যারেথ সাউথগেট এখন হ্যামলিনের বাঁশিওয়ালা। তাঁর বাঁশির সুরের পিছু পিছু ছুটছে গোটা ইংল্যান্ড। আর হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে নতুন স্বপ্ন সাজাচ্ছে ইংরেজরা। ১৯৬৬-র পর ২০১৮। ৫২ বছর পর আবার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। স্বপ্নের সওদাগর সাউথগেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  পরিসংখ্যানে ক্রোটদের চেয়ে এগিয়ে 'থ্রি লায়ন্স'!


কিছু কিছু মানুষের সিগনেচার স্টাইল থাকে। গ্যারেথ সাউথগেট সেই 'কিছু কিছু' মানুষের একজন। ফর্মাল জামার সঙ্গে নেভি ব্লু ওয়েস্টকোট। গলায় ঝোলানো রঙিন টাই। এটাই ইংল্যান্ড কোচের সিগনেচার স্টাইল। ইংরেজরা মনে করছে, সাউথগেটের গায়ে চাপানো এই ওয়েস্টকোটটাই আসলে লাকি চার্ম। ওটাই হল আসল পয়মন্ত। ওই ওয়েস্টকোটটাই যাবতীয় সাফল্যের চাবিকাঠি। তাই আজ বিশ্বকাপে সেমিফাইনালে ক্রোয়েশিয়া-ইংল্যান্ডে ম্যাচে নতুন এক পন্থা নিয়েছে একদল ইংরেজ সমর্থক। তারা আজকের দিনটাকে 'ওয়েস্টকোট ওয়েডনেস ডে' নামকরণ করেছে। এমনকী সোশ্যাল সাইটজুড়ে হ্যাশট্যাগ ওয়েস্টকোট-এর ছড়াছড়ি। আজ সেমিফাইনালের ম্যাচে সেইসব সমর্থকরা সবাই গায়ে ওয়েস্টকোট চাপিয়ে আসবে বলে ঠিক করেছে। 


আরও পড়ুন-  বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে আজ মুখোমুখি ইংল্যান্ড-ক্রোয়েশিয়া


হিথরো বিমানবন্দর থেকেই সেই সমর্থকরা শার্ট বা টি-শার্টের উপর গাঢ় নীল রঙা ওয়েস্টকোট পরে মস্কোর দিকে রওনা হয়েছেন। এদিকে, ব্রিটেনের এক শুটিং শার্টিং দোকানের মালিকও জানিয়েছেন, গত কয়েক দিন ধরে অদ্ভুতভাবে ইংল্যান্ডজুড়ে বেড়ে গিয়েছে ওয়েস্টকোটের চাহিদা। সাউথগেট যেন অন্য এক ট্রেন্ড ছড়িয়ে দিয়েছেন গোটা ইংল্যান্ডজুড়ে।