ওয়েব ডেস্ক: আগামী সপ্তাহে দুবাইয়ে দিন রাতের টেস্টের আগে ফের বিশ্বের আর এক প্রান্তে ফ্লাডলাইট টেস্ট আয়োজনের ঘোষণা। মানে অস্ট্রেলিয়া, সংযুক্ত আমিরশাহির পর এবার ইংল্যান্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিন রাতের টেস্ট আস্তে আস্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আজ ইসিবি-র পক্ষ থেকে ঘোষণা করা হয় আগামী বছর অগাস্টে ইংল্যান্ডে প্রথমবার আয়োজিত হবে দিন রাতের টেস্ট। বার্মিংহামে আয়োজিত হতে চলা এই দিনরাতের টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। খেলা হবে গোলাপী বলে। তবে ক্রিকেটাররা রঙীন নয় খেলেন টেস্টের সেই সাদা কালো পোশাকেই। দর্শকদের সুবিধার জন্যই ফ্লাডলাইটে এই টেস্ট খেলা হবে বলে ইসিবি জানিয়েছে।


আরও পড়ুন- খেলার সব খবর


গত বছর নভেম্বরে অ্যাডিলেডে প্রথম দিন-রাতের টেস্ট আয়োজিত হয়। ঐতিহাসিক এই টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া সেই টেস্টে জিতেছিল ৩ উইকেট।