ওয়েব ডেস্ক: প্রত্যাশা ছিল। ফুটবল পাগল কলকাতার মানুষের সেই প্রত্যাশা পূর্ণও হয়েছে। এই মুহূর্তে বিশ্ব ফুটবলের দুই ভবিষ্যত তারকার খেলায় মজে আছে  এই শহরের মানুষ। ইংল্যান্ডের দুই ফুটবলার জ্যাডন স্যাঞ্চো এবং অ্যাঞ্জেল গোমসে মজে কলকাতাবাসী। যুব বিশ্বকাপের দুটি ম্যাচ খেলেই সারা ফেলে দিয়েছেন বোরুশিয়া ডর্টমুন্ডের স্যাঞ্চো এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোমস। মাঠে এঁদের স্কিল দেখেছেন দর্শকরা। বৃহস্পতিবার দুপুরে অন্য স্যাঞ্চোদের দেখল তিলোত্তমা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন যুব বিশ্বকাপে টিকিট নিয়ে হাহাকার তবু, গ্যালারি ভরছে না কেন?


নিউটাউনের স্কুলে নিজেদের বহু পোস্টার সাইজ ছবি নিয়ে এসেছিলেন তাঁরা। দুর্বার অ্যাকাডেমির এবং গোলজ প্রোজেক্টের তরুণ ফুটবলারদের সই করে সেই ছবি বিতরণ করলেন স্যাঞ্চোরা। উঠতি তারকাদের সই করা ছবি পেয়ে উদ্বুদ্ধ অ্যাকাডেমির ফুটবলাররা। ছবি বিলিয়ে নিজেদের প্রচার সারার পাশাপাশি আত্মবিশ্বাসটাও জাহির করে গেলেন আগামীর তারকারা।


আরও পড়ুন  নতুন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে যুবভারতী