নিজস্ব প্রতিবেদন: যেমনটা আশঙ্কা হচ্ছিল, সেটাই হল। ইংল্যান্ডের আগুনে বোলিংয়ের সামনে মুখ থুবরে পড়ল ভারতীয় ব্যাটিং। ৮ বলে ৩ উইকেট নিয়ে বিশ্বের এক নম্বর টেস্ট দলকে একেবারে খাদের কিনারের দিকে ঠেলে দিলেন স্যাম কুরান। মুরলি বিজয় (২০) শিখর ধাওয়ান (২৬), লোকেশ রাহুল (৪) ফিরলেন প্রথম ২০ ওভারের মধ্যেই। একের পর এক ‘জীবনদান’ পেয়ে ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটের প্রথম অর্ধশতরান পেলেন ভারত অধিনায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এজবাস্টনে ভারতের দূত হয়ে এল পায়রা!


উইকেট না পেলেও অ্যান্ডারসন যেভাবে বিরাট শিকারে নেমেছিলেন তা এককথায় ‘টেস্ট অন ইটস বেস্ট’। ভাগ্য সদয় না হলে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের আগেই ভারতের স্কোরবোর্ডের পাশে হয়ত লেখা হত  অলআউট। তবে সেটা এখনও হয়নি। শেষ সেশনের আগে ভারত ৬ উইকেট হারিয়ে ১৬০।


আরও পড়ুন- ‘... ও যেখানে খুশি মরুক, আমি দেখতেও যাব না’


অভিষেক টেস্টেই ৪টি উইকেট নিয়ে সবার নজর কেড়েছেন ২০ বছর বয়সী বোলার অলরাউন্ডার স্যাম কুরান। ভারতীয় ইনিংসে সবথেকে ভয়ানক বোলিং করে নিজের ঝুলিতে ২ উইকেট তুলে নিয়েছেন আইপিএলের সব থেকে দামী ক্রিকেটার। অজিঙ্কা রাহানে (১৫) আর দীনেশ কার্তিকের (০) উইকেট পেয়েছেন বেন স্টোকস।  


আরও পড়ুন- পাঠ্যবইয়ে জায়গা পেলেন ১০০৯ রানের মালিক প্রণব


৫৩ রান করে ক্রিজে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর সঙ্গে ব্যাট করছেন রবিচন্দ্রন অশ্বিন।


আরও পড়ুন- ক্রিকেটার থেকে মন্ত্রী হয়ে গায়ক! লক্ষ্মীরতন শুক্লার গলায় এবার কিশোরের গান


প্রসঙ্গত, এজবাস্টনে প্রথম ইনিংসে ২৮৭ রানেই ইংল্যান্ডকে  থামাতে পেরেছে ভারত। ৪টি উইকেট নিয়েছেন ভারতের একমাত্র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৩টি উইকেট রয়েছে ভারতীয় স্পিডস্টার মহম্মদ সামির।