নিজস্ব প্রতিবেদন: নিজেদের ঘরে ডেকে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ছেড়ে দিয়েছে ইংল্যান্ড। বেন স্টোকস অ্যান্ড কোং তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ উড়িয়ে দিয়েছে কেন উইলিয়ামসনের কিউয়ি বাহিনীকে। লাল বলের ফরম্যাটে আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলেই ইংল্যান্ড দেখিয়ে দিয়েছে যে, তারা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠবে। নিউজিল্যান্ড এখন অতীত। স্টোকসদের সামনে এখন রোহিত শর্মার টিম ইন্ডিয়া। আগামী ১-৫ জুলাই বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। গতবছরের অসমাপ্ত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট শুরু শুক্রবার থেকে। ইংরেজ অধিপতি স্টোকস মাঠে নামার আগেই হুঙ্কার ছাড়লে। ভারতকে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ক্রিকেট তাঁরা খেলেছেন, ভারতও দেখবে সেরকমই ক্রিকেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লিডস টেস্ট জেতার পর স্টোকস সাংবাদিকদের বলেছেন, "আমি যা বলছি বিশ্বাস করুন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে মানসিকতা নিয়ে আমরা খেলেছি, ভারতের বিরুদ্ধেও থাকবে সেটা। বিগত তিন ম্যাচে যা করেছি শুক্রবার ইন্ডিয়ার বিরুদ্ধেও ঘটবে ঠিক এমনটাই"। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লর্ডসে ইংল্যান্ড ৫ উইকেটে জেতে, দ্বিতীয় টেস্টে ট্রেন্ট ব্রিজে স্টোকস অ্যান্ড কোং জেতে আবারও সেই ৫ উইকেটে। লিডসে তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাকালামের শিষ্যরা জিতল ৭ উইকেটে। ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে স্টোকস-ম্যাকালাম জমানার শুভারম্ভ হল। আর শুরুতেই টিম ইংল্যান্ড লেটার মার্কস নিয়ে পাশ করল। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্পিনার জ্যাক লিচ ( ৫/১০০, ৫/৬৬)। আগুনে মেজাজে ব্যাট করে সিরিজের সেরা হয়েছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক ও বিশ্ববন্দিত ব্যাটার জো রুট। ৩৯৬ রানের পাশাপাশি তিনি নিয়েছেন ১ উইকেট।


আরও পড়ুন: England vs New Zealand: ম্যাকালাম-স্টোকস জমানার শুভারম্ভ, ব্রিটিশদের কাছে কিউয়িদের হোয়াইটওয়াশ


আরও পড়ুনEoin Morgan Retirement: কেন ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক? জেনে নিন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)