জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: ইংল্যান্ডের আক্রমণাত্মক উইঙ্গার রহিম স্টারলিংয়ের (Raheem Sterling) মাথায় আকাশ ভেঙে পড়েছিল। লন্ডনে তাঁর বাড়িতে ভয়ংকর ডাকাতি হয়েছিল গত শনিবার। কঠিন সময়ে অসহায় স্ত্রী ও সন্তানের পাশে থাকতে স্টারলিং কাতার থেকে ছুটে গিয়েছিলেন নিজের দেশে।  আগামিকাল অর্থাৎ শনিবার আল বায়েত স্টেডিয়ামে ইংল্যান্ড মুখোমুখি হবে ফ্রান্সের (England vs France)। এই ম্যাচ যে জিতবে, সেই চলে যাবে সেমিফাইনালে। আর মহাযুদ্ধের আগেই ইংল্যান্ড পেয়ে গেল স্টারলিংকে। 'থ্রিলায়ন্স' ট্যুইট করে জানিয়ে দিল যে, শুক্রবার অর্থাৎ আজই স্টারলিং দলের সঙ্গে যোগ দেবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত রবিবার রাতে দিনের দ্বিতীয় প্রি-কোয়ার্টারে মুখোমুখি হয়েছিল দুরন্ত ফর্মে থাকা ইংল্যান্ড ও আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল । একেবারে দুরন্ত ফুটবল খেলেই ইংরেজরা তিন গোলের মালা পরাল সেনেগালিজদের। শেষ আটে ইংল্যান্ড খেলবে ফ্রান্সের সঙ্গে। তবে এই ম্যাচে ব্রিটিশ কোচ সাউথগেট চেয়েও খেলাতে পারেননি স্টারলিংকে। কারণ স্টারলিংকে ফিরতে হয়েছিল লন্ডনে। ইংল্যান্ড ৬-২ গোলে ইরানকে হারিয়েই বিশ্বকাপের অভিযান শুরু করেছিল। সেই ম্যাচে স্টারলিং খেলেন দলের তৃতীয় গোলটি নিজের নামে লেখান। এরপর ইউএসএ-র বিরুদ্ধে গোলশূন্য ড্র ম্যাচেও তিনি খেলেছেন। কিন্তু ওয়েলসের বিরুদ্ধে কোচ তাঁকে বেঞ্চেই রেখেছিলেন। এখন দেখার ব্রিটিশ কোচ কিলিয়ান এমবাপে, অলিভার জিরুদ ও আতোঁয়া গ্রিজম্যানদের বিরুদ্ধে স্টারলিংকে নিয়ে দল সাজান কিনা!


আরও পড়ুন: England | FIFA World Cup 2022: 'টেকিং দ্য নি'! প্রতি ম্যাচের আগে কেন হাঁটু মুড়ে মাঠে বসছেন কেনরা?



সেনেগালের বিরুদ্ধে ইংল্যান্ড অলআউট ঝাঁপিয়েছিল আল বায়েত স্টেডিয়ামে। পুরো ম্যাচে ৬৮ শতাংশ বলের দখল রাখা ইংল্যান্ড দলের হয়ে এদিন আলাদা করে নজর কাড়ছিলেন সেই জুড বেলিংহ্যাম। তৈরি করে দিচ্ছেন গোলের পথ। এই তরুণ তুর্কীর সঙ্গেই অভিজ্ঞ জর্ডান হেন্ডারসন জুটি বেঁধে গোল করলেন।ম্যাচের বয়স তখন ৩৮ মিনিট। ক্যাপ্টেন হ্যারি কেনের বল ধরে বেলিংহ্যাম নিজের দক্ষতায় একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে হেন্ডারসনকে কাট ব্যাক করেন। সেখান থেকে হেন্ডারসন দুরন্ত গোলে গ্যালারির ইংরেজ সমর্থকদের খুশিতে মাতান। বিরতির আগে আরও এক গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৪৮ মিনিটে তরুণ প্রতিভা, ফিল ফোডেনের পাস থেকে ক্যাপ্টেন কেন গোল করেন। চলতি বিশ্বকাপের আসরে এটাই কেনের প্রথম গোল। বিরতিতেই খেলার ভাগ্য গড়ে ফেলে ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধেও ইংল্যান্ডের ফ্যানদের গোলদর্শন করান বুকাও সাকা। আবারও সেই ফোডেনের পাস থেকে গোল এল। ৫৭ মিনিটেই ম্যাচের শেষ গোল আসে। এরপর আর কোনও দল গোলের দেখা পায়নি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)