নিজস্ব প্রতিবেদন :  এজবাস্টন থেকে লর্ডস- ছবিটা বদলালো না। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টেও হারল ভারত। ব্রড-অ্যান্ডারসনদের দাপটে মাত্র চার দিনেই ইনিংস ও ১৫৯ রানে হারল টিম ইন্ডিয়া। যদিও বৃষ্টির কারণে প্রথম দিন একটিও বল খেলা হয়নি। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটিংয়ের ভরাডুবি। পাঁচ টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল রুটবাহিনী। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের প্রথম ইনিংসের ১০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ৬ উইকেটে ৩৫৭ রান তুলে৷ রবিবার চতুর্থ দিন ব্যাট করতে নেমে স্যাম কুরান ৪০ রানে আউট হতেই ইনিংস ডিক্লেয়ার করে দেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ১৩৭ রানে অপরাজিত থাকেন ক্রিস ওকস। ৭ উইকেটে ৩৯৬ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ব্রিটিশরা। লর্ডসে টিম ইন্ডিয়ার সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ইংল্যান্ড৷ ইনিংস হার বাঁচাতে ভারতকে দ্বিতীয় ইনিংসে অন্তত ২৮৯ রান তুলতেই হবে৷


আরও পড়ুন - লন্ডনে খুঁটিপুজোর 'সৌরভ'


দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা না খুলেই অ্যান্ডারসনের বলে সাজঘরে ফেরেন ওপেনার মুরলী বিজয়। আর এক ওপেনার কে এল রাহুলকেও (১০) প্যাভিলিয়নে পথ দেখালেন অ্যান্ডারসন।  অ্যান্ডারসনের জোড়া ধাক্কা সামলাতে না সামলাতেই ব্রডের ধাক্কায় বেসামাল বিরাট বাহিনী। চার নম্বরে বিরাটের পরিবর্তে রাহানে নামলেও কাজে এল না। ১৩ রানে আউট রাহানে। ১৭ রান করলেন পূজারা। পিঠের ব্যাথায় কাবু বিরাট কষ্ট করে ১৭ রান করলেন।শূন্য রানে আউট দীনেশ কার্তিক।



বার বার বৃষ্টি এসে চতুর্থ দিনের খেলাতেও বাধ সাধল বটে তবে তাতে সুবিধে হল ব্রিটিশ পেসারদেরই। তবে সপ্তম উইকেট জুটিতে হার্দিক পান্ডিয়া এবং রবিচন্দ্রন অশ্বিন লড়াইটা চালিয়ে যান।কিন্তু ২৬ রানে ক্রিস ওসকের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান হার্দিক। অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফিরলেন কুলদীপ যাদব। মহম্মদ শামিকেও ফেরালেন সেই জেমস অ্যান্ডারসনই। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নিলেন। ১৩০ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। ৩৩ রানে অপরাজিত থাকেন অশ্বিন। ইনিংস ও ১৫৯ রানে টেস্ট জিতে নিল ইংল্যান্ড। পর পর দুটো টেস্টে আইসিসি-র এক নম্বর টেস্ট দলকে হারাল ব্রিটিশরা।