নিজস্ব প্রতিবেদন: চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) থেকে বিদায় নেওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগেও (English Premier League) বাজে সময় কাটিয়ে এল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। টানা ব্যর্থতায় নেমে গেছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। ফলে ফিকে হওয়ার পথে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন। এমন অবস্থায় আগামী মরশুমের জন্য কোচ বদলে ফেললো 'রেড ডেভিলস'রা। আয়াক্সকে (AFC Ajax) বিদায় জানিয়ে নতুন কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করবেন হল্যান্ডের এরিক টেন হ্যাগ (Erik ten Hag)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে আগ্রহী ছিলেন এরিক টেন হ্যাগও। স্বভাবতই চুক্তি চূড়ান্ত হওয়ায় খুশি ডাচ কোচ। তিনি বলেছেন, "ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার হওয়া অত্যন্ত সম্মানের। আগামীর চ্যালেঞ্জ নিতে মুখিয়ে রয়েছি। এই মহান ক্লাবের ইতিহাস আমার অজানা নয়। সমর্থকদের আবেগের কথাও জানি। ওরা যে সাফল্য পাওয়া উচিত তা দিতে প্রয়োজনীয় উন্নয়ন করতে আমি বদ্ধপরিকর।"



আয়াক্সের কোচ এরিক টেন হ্যাগকে হেড কোচ হিসেবে নিযুক্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হ্যাগকে নিয়োগের বিষয় বৃহস্পতিবার 'ম্যান ইউ'-এর নিশ্চিত করেছে। ২০২৫ সালের জুন পর্যন্ত  ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের (Cristiano Ronaldo) দায়িত্ব সামলাবেন তিনি। ফলে আগামী মরশুম থেকে আয়াক্সের দায়িত্ব ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে কাজ শুরু করবেন তিনি। এরিক টেন হ্যাগকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে নেদারল্যান্ডের ক্লাবটিকে ২০ লক্ষ ইউরো দিতে হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। দুই ক্লাবের কর্তাদের মধ্যে কয়েক দফা আলোচনার পর এরিক টেন হ্যাগের ট্র্যান্সফার নিশ্চিত হয়েছে।  



ডাচ লিগে ৫২ বছর বয়সী এরিক টেন হ্যাগের অধীনে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আয়াক্স। বাকি রয়েছে আর পাঁচ ম্যাচ, লিগ শিরোপা জয় প্রায় নিশ্চিতই আয়াক্সের। এ বার শিরোপা জিতলে টেন হাগের অধীনে টানা তৃতীয় শিরোপা ঘরে তুলবে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব। 



এ দিকে, গত বছরের নভেম্বরে ব্যর্থতার দায়ে ওলে গানার সুলশারকে বিদায় করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রালফ রাংনিককে নিয়োগ দিয়েছিল 'ম্যান ইউ'। এ বার শেষ হতে যাচ্ছে রাংনিকের অধ্যায়।


আরও পড়ুন: Pele: কোলন ক্যানসার নিয়ে ফের হাসপাতালে 'ফুটবল সম্রাট'


আরও পড়ুন: Qatar World Cup 2022: ফের ৯০ মিনিটের যুদ্ধে মুখোমুখি Lionel Messi-Neymar! কবে ম্যাচ? জেনে নিন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)