নিজস্ব প্রতিবেদন: ঠিক এক বছর আগে .. ১৪ জুলাই, ২০১৯- আজকের দিনেই টান টান একটা বিশ্বকাপ ফাইনাল দেখেছিল ক্রিকেট বিশ্ব। ৫০-৫০ ওভার শেষে টাই। সুপার ওভার শেষেও টাই! কিন্তু ICC-র 'অদ্ভুত নিয়মে' বেশি বাউন্ডারি মারার সুবাদে নিউ জিল্যান্ডকে হারিয়ে প্রথমবার ওয়ান ডে বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড। টান টান সেই উত্তেজনার ম্যাচে একবারের জন্য আশা হারিয়ে ফেলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। এক মুহূর্তের জন্য ভেবেছিলেন সব কিছু শেষ!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তিতে স্মৃতিচারণায় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান বলেন, " জিমি নিশামের স্লোয়ার বলে বেন মেরেছিল অনেক উঁচুতে ... আসলে ও যতটা দূরে মারতে চেয়েছিল ঠিক ততটা দূরে যায়নি! ওই এক মিনিটের জন্য আমার মনে হয়েছিল সব শেষ, সব শেষ! বেন আউট... আমাদের জেতার জন্য ১৫ রান তখনও দরকার।"



যদিও বেন স্টোকসের ওই শটটা বাউন্ডারি লাইনে ট্রেন্ট বোল্টের হাতে ধরা পড়েছিল। কিন্তু বাউন্ডারি লাইনে বোল্টের পা ছুঁয়ে যাওয়ায় ছক্কা হয়... আউট হননি স্টোকস। পরে ম্যাচ টাই হওয়ার পরেও সুপার ওভারে টাই। আর বাউন্ডারি বেসি মারার সুবাদে দেশের মাটিতেই প্রথম বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড।



আরও পড়ুন - সৌরভের বোর্ডে নতুন CEO কে হলেন, জেনে নিন