নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল নিয়ে নানা মুনির নানা মত। তবে এই ক্রোড়পতি লিগকেই বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ হিসেবে চিহ্নিত করেছেন অনেকেই। কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের তারকা স্পিনার মিচেল স্যান্টনার বলেন, বিশ্বে যতগুলো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয় তার মধ্যে আইপিএল-ই সেরা। এবার আরও একধাপ এগিয়ে বলললেন ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান। তাঁর মতে, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ে আইপিএল-এর বড় ভূমিকা রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


এক টক শো-তে ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান বলেন, ২০১৯ সালের আইপিএলে তিনি নিজে এবং ইংল্যান্ড দলের সতীর্থদের আইপিএল-এ অংশগ্রহণ করা ছিল পরিকল্পনামাফিক। আসলে মরগ্যানই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের, ক্রিকেট কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু স্ট্রসকে একপ্রকার জোর করেই ইংল্যান্ড ক্রিকেটারদের আইপিএল-এ পাঠাতে রাজি করান। আর তারই পরিণতি হিসেবে বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড। কারণ তাঁর মনে হয়েছিল আইপিএল খেলায় যে চাপ তৈরি হয় তার সঙ্গে বিশ্বকাপ খেলায় একই রকম চাপ থাকে।


 


মরগ্যান বলেন, "আইপিএল খেলাটা ছিল স্ট্রসের পরিকল্পনা। আমি তাকে সেদিন জোর করেছিলাম। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপে খেলার যে চাপ তা কোনও দ্বিপাক্ষিক সিরিজে খেলে পাওয়া যায় না।"  আইপিএল খেলার পিছনে মরগ্যানের যুক্তি ছিল, " স্ট্রস আমাকে জিজ্ঞেস করেছিলেন পার্থক্য কোথায়? আমি বলেছিলাম, আপনি যখন একজন বিদেশি খেলোয়াড় হিসেবে খেলবেন, তখন আপনার উপর প্রত্যাশা থাকবে বিরাট। আপনি আইপিএলে খেললে আপনার ওপর বিভিন্ন রকম চাপ থাকবে, বিভিন্ন রকম প্রত্যাশাও থাকবে। আর আপনি তা এড়িয়ে যেতে পারবেন না। তাই ওটার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে। আসলে আইপিএল আপনাকে সচ্ছন্দের জায়গা থেকে বের করে আনবে। আইপিএল খেলাটা সব সময় উপকারী। এটাই আমাদের মানসিকতা অন্য জায়গায় পৌঁছে দিয়েছিল। আর সেটাই আমরা বিশ্বকাপে কাজে লাগাই।"



আরও পড়ুন- টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার সব গুণই ছিল এই ক্রিকেটারের মধ্যে, মনে করেন পাঠান