ATK Mohun Bagan: সবুজ-মেরুনের যুব দলে এস্প্যানিয়লের কোচ
অতীতে এস্প্যানিয়লের অনূর্ধ্ব ১৭ দল এবং বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালের অনূর্ধ্ব ১৩ দলের সঙ্গে যুক্ত উয়েফা এ লাইসেন্স এই কোচ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিনিয়র দলের পাশাপাশি, এ বার যুব দলও সাজাচ্ছে এটিকে মোহনবাগান। সেই লক্ষ্যে স্তোইচকভ ও লা লিগার টিম এস্প্যানিয়লের যুব দলের কোচ জোসেফ রোমা গিবার্টের সঙ্গে এ বার চুক্তিবদ্ধ হল ক্লাব। চলতি মরসুমে সবুজ-মেরুনের অনূর্ধ্ব ১৩ ও ১৫ দলের সঙ্গে কাজ করবেন তিনি। এটিকে মোহনবাগানের সিনিয়র দলের প্রধান কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে বসে চূড়ান্ত দল বাছবেন তিনি।
গত বছর কিয়ান নাসিরি-সহ একাধিক যুব ফুটবলারদের সিনিয়র দলের সঙ্গে রেখে আইএসএল খেলেছিল এটিকে মোহনবাগান। এ বারও সেই লক্ষ্যেই জুনিয়র ফুটবলারদের মধ্যে স্পেনীয় এই কোচকে দলে নিয়েছে এটিকে মোহনবাগান। অতীতে এস্প্যানিয়লের অনূর্ধ্ব ১৭ দল এবং বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালের অনূর্ধ্ব ১৩ দলের সঙ্গে যুক্ত উয়েফা এ লাইসেন্স এই কোচ। সবুজ-মেরুনের হেড স্যার জুয়ান ফেরান্দো আশাবাদী, গিবার্ট আসায় উপকৃত হবে সবুজ-মেরুনের জুনিয়র ফুটবলারেরা।
আরও পড়ুন: Diamond Derby 1997: ডায়মন্ড ডার্বির ২৫, বাইচুংয়ের হ্যাটট্রিক নিয়ে আবেগি প্রথম গোলদাতা নাজিমুল
আরও পড়ুন: On This Day in 2002: গর্বের ২০ বছর, ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের সদস্যরা কে কী করছেন? ছবিতে দেখুন