নিজস্ব প্রতিবেদন: ঝড়ের নাম 'লা রোজা'! স্পেন ৫-০ গোলে স্লোভাকিয়াকে হারিয়ে পৌঁছে গেল নক আউটে। গ্রুপ 'ই'-র শেষ ম্যাচে দুরন্ত জয়ের সুবাদে লুইস এনরিকের শিষ্যরা লিগের সেকেন্ড বয় হয়ে খেলবে নকআউট রাউন্ডে। প্রথম দুই ম্যাচে ড্র করা স্পেন ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন স্পেন করল তিন গোল আর বাকি দু'গোল স্লোভাকিয়া তাদের উপহার দিল। বুধবার এস্তাদিও লা কার্তুজা দে সেভিয়া স্টেডিয়ামে গোল বন্যার শুরু ম্যাচের ৩০ মিনিটে। স্লোভাকিয়ার মার্টিন দুব্রাভকার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়ার জোরাল শটে ক্রসবারে লেগে ওপরে উঠে আবার নেমে আসা। দুব্রাভকার পাঞ্চ করে ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠাতে গিয়ে ভিতরেই ঢুকিয়ে দিলেন। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন আইমেরিক লাপোর্তে। এই গোলেও দুব্রাভকার খামতি থেকে যায়।


আরও পড়ুন: Copa America 2021: কোথায় আর কখন কীভাবে দেখবেন Brazil vs Colombia ম্যাচ?



বিরতিতে ২-০ এগিয়ে যাওয়া স্পেন দ্বিতীয়ার্ধে সেই ঝাঁঝালো পারফরম্যান্স ধরে রাখে। ম্যাচের ৫৬ মিনিটে এবার সারাবিয়া গোলে নিজের নাম লেখান। জর্ডি আলবার পাস থেকে দুরন্ত শটে স্কোরলাইন ৩-০ করেন তিনি। এই গোলের ১১ মিনিটের মধ্যে স্পেনের ব্যবধান আরও বাড়ান ফেরান তোরেস। আলভারো মোরাতার পরিবর্তে নেমে গোল করে বেরিয়ে যান তিনি। ম্যাচের ৭১ মিনিটে স্লোভাকিয়া নিজেদের কফিনে নিজেরাই শেষ পেরেকটা ঠুকে দেয়। জুরাজ কুকা ভিড়ের মধ্যে বল ক্লিয়ার করতে নিজের জালেই বল ঢুকিয়ে দেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)