নিজস্ব প্রতিবেদন :  ২০২০ সালে জুন-জুলাই মাসে হওয়ার কথা ছিল ইউরো কাপ। কিন্তু করোনা ভাইরাসের কারণে একবছর পিছিয়ে দেয় উয়েফা। ২০২১ সালের জুন-জুলাই মাসে ইউরোপ সেরার লড়াই হলেও নাম রাখা হয়েছে ইউরো ২০২০।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৯ সালের নভেম্বরে মূল পর্বের ড্র করেছিল উয়েফা। যদিও চারটি জায়গা ফাঁকা ছিল। বৃহস্পতিবার প্লে-অফে খেলে চারটি দল ইউরোর চূড়ান্ত ২৪ এ জায়গা করে নিল। এই চারটি দল হল স্কটল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও নর্থ ম্যাসিডোনিয়া। প্রথমবার ফুটবলের বড় মঞ্চে নর্থ ম্যাসিডোনিয়া। ১৯৯৮ সালে বিশ্বকাপের পর আবার ফুটবলের বড় প্রতিযোগিতায় স্কটল্যান্ড।



একনজরে দেখে নেওয়া যাক ইউরো ২০২০ কোন গ্রুপে কোন দল ...


গ্রুপ এ - ইতালি তুরস্ক,ওয়েলস, সুইত্জারল্যান্ড
গ্রুপ বি - ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া
গ্রুপ সি - নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, নর্থ ম্যাসিডোনিয়া
গ্রুপ ডি - ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ ই - স্পেন, সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া
গ্রুপ এফ - পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি


এবারই প্রথম ইউরোপের ১২টি শহরে হবে ইউরো কাপের লড়াই।
 



আরও পড়ুন - করোনায় আক্রান্ত লিভারপুলের মিশরীয় তারকা সালহা