Euro 2020: চূড়ান্ত ২৪ দল, কোন গ্রুপে, কোন দল; জেনে নিন
প্লে-অফে খেলে চারটি দল ইউরোর চূড়ান্ত ২৪ এ জায়গা করে নিল।
নিজস্ব প্রতিবেদন : ২০২০ সালে জুন-জুলাই মাসে হওয়ার কথা ছিল ইউরো কাপ। কিন্তু করোনা ভাইরাসের কারণে একবছর পিছিয়ে দেয় উয়েফা। ২০২১ সালের জুন-জুলাই মাসে ইউরোপ সেরার লড়াই হলেও নাম রাখা হয়েছে ইউরো ২০২০।
২০১৯ সালের নভেম্বরে মূল পর্বের ড্র করেছিল উয়েফা। যদিও চারটি জায়গা ফাঁকা ছিল। বৃহস্পতিবার প্লে-অফে খেলে চারটি দল ইউরোর চূড়ান্ত ২৪ এ জায়গা করে নিল। এই চারটি দল হল স্কটল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও নর্থ ম্যাসিডোনিয়া। প্রথমবার ফুটবলের বড় মঞ্চে নর্থ ম্যাসিডোনিয়া। ১৯৯৮ সালে বিশ্বকাপের পর আবার ফুটবলের বড় প্রতিযোগিতায় স্কটল্যান্ড।
একনজরে দেখে নেওয়া যাক ইউরো ২০২০ কোন গ্রুপে কোন দল ...
গ্রুপ এ - ইতালি তুরস্ক,ওয়েলস, সুইত্জারল্যান্ড
গ্রুপ বি - ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া
গ্রুপ সি - নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, নর্থ ম্যাসিডোনিয়া
গ্রুপ ডি - ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ ই - স্পেন, সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া
গ্রুপ এফ - পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি
এবারই প্রথম ইউরোপের ১২টি শহরে হবে ইউরো কাপের লড়াই।
আরও পড়ুন - করোনায় আক্রান্ত লিভারপুলের মিশরীয় তারকা সালহা