২০১৬ ইউরো কাপের সাত সতেরো
টুর্নামেন্টের চমক- আইসল্যান্ড
একেবারে ফ্লপ-রাশিয়া
হর্ষ- ওয়েলশের সেলিব্রেশন
বিষাদ- জার্মানির বিদায়ের পর সোয়াইনস্টাইগারের কান্না
মনে রাখার মত-গোলকিপারদের দারুণ কিছু সেভ, ওয়েলশের সেমিফাইনালে ওঠা
ভুলে যাওয়ার মত-রাশিয়া, ইংল্যান্ড ফুটবল গুন্ডাদের দাপাদাপি
এবার কোথায়-২০২০ ইউরো কাপকোন নির্দিষ্ট দেশে হবে না... হবে ১৩টি শহরে.. সেমিফাইনাল ও ফাইনাল হবে ইংল্যান্ডের ওয়েম্বলিতে
গোল্ডেন বুট- অ্যান্টোনিও গ্রেইজম্যান (ফ্রান্স) (৬টি গোল করেন, ২টি গোল করতে সহায়তা করেন)
সিলভার বুট- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)(৩টি গোল করেন,৩টি গোল করতে সহায়তা করেন)
ব্রোঞ্জ বুট- অলিভার জিরোর্ড (ফ্রান্স) (৩টি গোল করেন, ২টি গোল করতে সাহায্য করেন
ইয়ং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট-রেনাটো স্যাঞ্চেজ (পর্তুগাল, ১৮ বছর)