ব্যুরো: ইউরো দেখতে যাওয়ার আগে সে দেশের নাগরিকদের জন্য সাবধানবাণী শুনিয়ে রাখল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। 


বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট চলাকালীন হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইউএসএ। আসন্ন ইউরো কাপের জন্য ফ্রান্সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচুর ফুটবল সমর্থকদের যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মার্কিন পুলিশ মনে করছে ইউরোর সময় জঙ্গি হামলা হতেই পারে। ইউরোর স্টেডিয়াম, ফ্যান জোন, বিভিন্ন বিনোদনমুলক জায়গা ও রেস্তোঁরার মতো জায়গায় হামলার আশঙ্কা করছে মার্কিন পুলিশ। ইউরো চলাকালীন যে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে ফ্রান্সের প্রশাসন।