নিজস্ব প্রতিবেদন : ইউরো ২০২০ বাছাই পর্বে টানা দ্বিতীয় জয় পেল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। আইসল্যান্ডকে ৪-০ গোলে হারাল তারা। ফ্রান্সের মতো টানা দ্বিতীয় জয় পেল ইংল্যান্ডও। মন্টেনেগ্রোকে ৫-১ গোলে উড়িয়ে দিল হ্যারি কেনরা। তবে ঘরের মাঠে সার্বিয়ার কাছে আটকে গেল পর্তুগাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


উয়েফা ইউরো ২০২০ যোগ্যতা পর্বের ম্যাচে সোমবার নিজেদের মাঠে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিল ফ্রান্স। মলদোভাকে ৪-১ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল দিদিয়েঁ দেশঁর দল। শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ১২ মিনিটে উমতিতির গোলে এগিয়ে যায় ফরাসিরা। প্রথমার্ধ শেষে ১-০ তে এগিয়ে থাকে ফ্রান্স। পিছিয়ে পরে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে আইসল্যান্ড। কিন্তু উল্টে ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন অলিভিয়ে জিরুদ। ৭৮ মিনিটে ফ্রান্সের জয় প্রায় নিশ্চিত করে দেন কিলিয়ান এমবাপে। স্কোরলাইন ৩-০ করেন পিএসজি-র তারকা স্ট্রাইকার।৭৪ মিনিটে আইসল্যান্ডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন অ্যান্তোনিও গ্রিজম্যান। ৪-০ গোলে ম্যাচ জিতে নেয় ফ্রান্স।



চেক রিপাবলিককে ৫-০ গোলে হারানোর পর ইউরোর বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড। তবে ১৭ মিনিটেই মার্কো ভেসোভিচের গোলে পিছিয়ে পড়ে সাউথগেটের দল। ৩০ মিনিটে মাইকেল কেনের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। ৮মিনিট পরেই রস বার্কলের গোলে ব্যবধান বাড়ায় ইংরেজরা। আর বিরতির পর সেই বার্কলের গোলেই স্কোরলাইন ৩-১ হয়। ৭১ মিনিটে হ্যারি কেনের গোল আর ৮০ মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।



ইউরোর বাছাইপর্বে আবারও পয়েন্ট নষ্ট করল পর্তুগাল। সার্বিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়ার পর দানিলো পেরেইরার গোলে সমতা ফেরাল ইউরো চ্যাম্পিয়নরা। ইউক্রেনের সঙ্গে ড্র করার পর সোমবার লিসবনে বি-গ্রুপের ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়। তবে ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ পর্যন্ত দলও জিততে পারেনি।


আরও পড়ুন -  IPL 2019: দ্রুততম ৪০০০ রান! ওয়ার্নারকে টেক্কা দিলেন 'ইউনিভার্স বস'