ওয়েব ডেস্ক: প্রি কোয়ার্টারের লড়াই শেষ। ছিটকে গেছে ইংল্যান্ড,স্পেনের মত হেভিওয়েট দল। বৃহস্পতিবার রাত থেকেই ইউরোতে শুরু হয়ে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য লড়াই চালাবে আটটা দেশ। আমরা এক নজরে দেখে নেব কোয়ার্টারের লড়াইয়ে কোন দল কার মুখোমুখি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) প্রথম কোয়ার্টার ফাইনালে ভারতীয় সময় শুক্রবার রাত ১২.৩০টায়


 পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে রোনাল্ডোর পর্তুগাল


২) দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেল বনাম হ্যাজার্ডের লড়াই। শনিবার রাত সাড়ে বারোটায়


ওয়েলসের মুখোমুখি হবে বেলজিয়াম


৩) তৃতীয় কোয়ার্টার ফাইনালে হেভিওয়েট লড়াই, রবিবার রাত সাড়ে বারোটায়


 বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে ইতালি


৪) চতুর্থ কোয়ার্টার ফাইনালে সোমবার রাত সাড়ে বারোটায় মাঠে নামবে আয়োজক দেশ ফ্রান্স।


পোগবাদের প্রতিপক্ষ এবারের ইউরোর সারপ্রাইজ প্যাকেজ আইসল্যান্ড।


ইউরোর কোয়ার্টার ফাইনালে নজরে থাকবেন রোনাল্ডো,পায়েত,বেল,হ্যাজার্ডের মত তারকারা। একইসঙ্গে জার্মানি,ফ্রান্সের মত তথাকথিত বড় দলগুলোর সঙ্গে টক্কর দিতে প্রস্তুত পোল্যান্ড,আইসল্যান্ডের মত দল।


আরও পড়ুন তুমি রোজারিওর, তুমি বার্সার, তুমি কলকাতার, ওসব কথা মানি না যুবরাজ, জানি তুমি শুধু আমার