ওয়েব ডেস্ক: সদ্য চিকুনগুনিয়া থেকে সেরে উঠে, আগামিকাল থেকে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন ভারতীয় পেস বোলার ইশান্ত শর্মা। আর তার ঠিক এক মাস বাদে ৯ ডিসেম্বর বিয়ে করবেন তিনি। তাই তাঁর আগে বেশ কিছু তথ্য জেনে নিন ইশান্তের স্ত্রীর সম্পর্কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বলুন তো জন্টি রোডসের পছন্দের ভারতীয় ফিল্ডার কে?


১) সবার আগে জেনে নিন ইশান্তের স্ত্রীর নাম। প্রতিমা সিং। তিনিও দেশের হয়ে প্রচুর বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।


২) বারাণসীর প্রতিমা সিংয়ের পরিবারের পাঁচ বোনই বাস্কেটবল খেলেন। সেইজন্য প্রতিমা সিংয়ের পরিবারকে বাস্কেটবল পরিবার বলা হয়।


৩) দিব্যা, প্রশান্তি, আকাঙ্খা এবং প্রিয়াঙ্কা হলেন প্রতিমা সিংয়ের বোন। এঁদের মধ্যে প্রশান্তি এই মুহূর্তে ভারতীয় মহিলা বাস্কেটবল দলের ক্যাপ্টেনও! প্রিয়াঙ্কা অবশ্য এখন বাস্কেটবল কোচ।


৪) প্রতিমা সিংয়ের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।


৫) প্রতিমা সিং ২০১০ সালের গুয়াংঝাউ এশিয়ান গেমসেও খেলেছেন ভারতীয় দলের হয়ে।


৬) প্রতিমা সিংয়ের ভাই বিক্রান্ত সোলাঙ্কি ফুটবল খেলোয়াড়। দিল্লির হয়ে সন্তোষ ট্রফিতেও খেলেছেন!


৭) গত ১৯-এ জুন বাগদান সম্পন্ন হয় ইশান্ত এবং প্রতিমার।


আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!