নিজস্ব প্রতিবেদন : মারা গেলেন প্রাক্তন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। রাত ৩:১০ মিনিটে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ২৩ বছর ধরে তিনি মোহনবাগান ক্লাবের সচিব পদে ছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



অঞ্জন মিত্র, দীর্ঘদিন ধরেই তিনি মোহনবাগান ক্লাবের প্রশাসনে যুক্ত ছিলেন। প্রথমে অর্থ সচিব হিসেবে পথ চলা শুরু করেন তিনি। এরপর ১৯৯৫ সালে তিনি ক্লাবের সচিব হন। ২০১৮ সালে সচিব পদ থেকেই মোহনাবাগান ক্লাবের প্রশাসক হিসেবে বিদায় নেন। তাঁর সচিব থাকাকালীনই মোহনবাগান ক্লাবের আধুনীকিকরণ হয়। বেশ কয়েক বছর ধরেই রোগে ভুগছিলেন তিনি। তবুও ক্লাবের সঙ্গেই ছিলেন তিনি। অঞ্জন মিত্রের প্রয়াণে মোহনবাগানে এক অধ্যায়ের অবসান হল।  


আরও পড়ুন - একেই বলে সমর্থক! বিয়ের আসরেই ক্রিকেটে মগ্ন নবদম্পতি


আজ সকালে হাসপাতাল থেকে অঞ্জন মিত্রের দেহ নিয়ে যাওয়া হবে ট্যাংরায় তাঁর বাসভবনে। সেখান থেকে বেলা ১১টার পর দেহ নিয়ে যাওয়া হবে মোহনবাগান তাঁবুতে। সেখানে দুপুর আড়াইটে পর্যন্ত দেহ রাখা থাকবে। বিকেল সাড়ে তিনটে নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য। অঞ্জন মিত্রের প্রয়াণে বাগানে শোকের ছায়া। আজ সকালের অনুশীলনও বাতিল করা হয়।