ব্যুরো: একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব তিনি ছেড়ে দিয়েছেন। তবে উইকেটের পিছনে গ্লাভস হাতে এখনও তিনি বস। রবিবার পুণেতে প্রথম একদিনের ম্যাচে সেটা আবার বুঝিয়ে দিলেন এমএস ধোনি। আরও পড়ুন- আমেদাবাদে তৈরি হচ্ছে 'বিশ্বের সবথেকে বড়' ক্রিকেট মাঠ, খরচ ৭০০ কোটি


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



ডিআরএস নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে মাহি বুঝিয়ে দিলেন তার ক্রিকেট বুদ্ধির ধার এখনও কমেনি। ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় সাতাশতম ওভারে হার্ডিক পাণ্ডিয়ার বলে বেন স্টোকসের ব্যাট ছুঁয়ে বল যায় ধোনির গ্লাভসে। আম্পায়ার আউট না দিলেও ডিআরএস নেওয়ার জন্য বিরাট কোহলিকে রাজি করান ধোনি। প্রকৃতপক্ষে কোহলির সঙ্গে কথা বলার আগেই ডিআরএস চেয়ে নেন ধোনি। পরে তাঁর সঙ্গে কথা বলে ডিআরএস চান কোহলি।  দেখা যায় ধোনির এই সিদ্ধান্ত সঠিক ছিল। প্যাভিলিয়নে ফিরে যেতে হয় স্টোকসকে। একদিনের সিরিজ শুরুর আগে কোহলি অবশ্য নিজেই জানিয়েছিলেন ডিআরএসের ক্ষেত্রে তিনি নির্ভর করবেন ধোনির ওপর। আর প্রথম ম্যাচেই ক্যাপ্টেন কোহলিকে ভরসা দিলেন মাহি। আরও পড়ুন- 'দুই বাঙালির বিশ্বজয়', রূপকথা লিখলেন সাকিব-মুশফিকুর