Faf du Plessis: `মনে হয় ভাইদের বিরুদ্ধে খেলছি`! কেন এমন বললেন আরসিবি সেনাপতি?
ফাফ দু প্লেসিসের (Faf du Plessis) মনে এখনও চেন্নাই সুপার কিংস (CSK)
নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল (IPL 2022) শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংস (CSK) ছেড়ে দিয়েছিল দলের দীর্ঘ বছরের যোদ্ধা ফাফ দু প্লেসসিকে (Faf du Plessis) মেগা নিলামে ৭ কোটি টাকার বিনিময়ে আএরসিবি-তে (RCB) এসেছেন ফাফ। বিরাট কোহলি (Virat Kohli) দায়িত্ব ছাড়ার পর তাঁর হাতে ব্যাটন তুলে দিয়েছে এই ফ্রাঞ্চাইজি। তবে ফাফ আজও ভোলেননি তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজিকে।
হলুদ জার্সিধারীদের বিরুদ্ধে খেলতে নামলে তাঁর মনে হয় তিনি যেন নিজের ভাইদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন! গত মঙ্গলবার মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) (Dr DY Patil Sports Academy, Mumbai) মুখোমুখি হয়েছিল। ম্যাচের আগে টসের সময় ফাফ বলেন, "আমি ওদের চিনি, কিন্তু ওরাও আমাকে খুব ভাল চেনে। আজ মনে হচ্ছে ভাইদের বিরুদ্ধে খেলছি।"
বিগত সাত বছর ফাফের অসাধারণ সার্ভিস পেয়ে এসেছে চেন্নাই। আইপিএলে এমএস ধোনির (MS Dhoni) দলে ফুল ফুটিয়েছেন তিনি। বরাবর দুরন্ত ব্যাটিং আর চোখ ধাঁধানো ফিল্ডিংয়ে নিজের ছাপ রেখেছেন প্রোটিয়া মহারথী। এই নিয়ে কোনও সন্দেহ নেই যে, এই আইপিএলে চেন্নাই তাঁর রীতিমতো অভাব অনুভব করবে। গত মরশুমে চেন্নাইকে চ্যাম্পিয়ন করাতেও বড় অবদান রাখেন ফাফ। ১৬ ম্যাচে ৬৩৩ রান করেছিলেন তিনি।
আরও পড়ুন: IPL 2022: RCB-র বিরুদ্ধে কোন নজির গড়লেন Ravindra Jadeja? জেনে নিন
আরও পড়ুন: MS Dhoni: 'মাহি ভাই'-এর পাতা ফাঁদেই পা দিলেন 'চিকু'! দেখুন কেন ধোনি 'মাস্টারমাইন্ড'
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)