নিজস্ব প্রতিবেদন: চলতি পাকিস্তান সুপার লিগ (PSL) শনিবার এক হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল। কুয়েতা গ্ল্যাডিয়েটর্সের (Quetta Gladiators) হয়ে পেশওয়ার জালমির (Peshawar Zalmi) বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ফাফ দুপ্লেসিস (Faf du Plessis)। দক্ষিণ আফ্রিকার বিশ্ববন্দিত ব্যাটসম্যান ও অসাধারণ ফিল্ডার মাঠে ভয়ঙ্কর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা চলছিল। জালমির ইনিংসের ম্যাচের ৭ নম্বর ওভারে ফিল্ডিং করতে গিয়ে চোট পান ফাফ। ডাইভ দিয়ে বল ধরতে গিয়ে তাঁর সঙ্গে সংঘর্ষ হয় মহম্মদ হুসেইনের। ফাফের মাথায় সজোরে এসে ধাক্কা লাগে হুসেইনের জুতো। চোট পাওয়ার পর সঙ্গ সঙ্গে ফাফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



আরও পড়ুন: ভিডিয়ো: 'বিষাক্ত' বাউন্সারে মাটিতে লুটিয়ে পড়লেন Andre Russell, স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন KKR মহাতারকা
 


কনকাশন সাবস্টিটিউট হিসাবে খেলেন সালিম আয়ুব। এর আগের ম্যাচে দুপ্লিসেসর সতীর্থ আন্দ্রে রাসেল চোট পান। হেলমেটে বাউন্সারের আঘাত খেয়ে তিনি স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। দেখতে গেলে কুয়েতার সময়টাই খারাপ যাচ্ছে।