নিজস্ব প্রতিবেদন: এখনও রিজার্ভ বেঞ্চেই বসে আসেন ইমরান তাহির (Imran Tahir)৷ গত মরসুমে মাত্র তিন ম্যাচ খেলা প্রোটিয়া স্পিনারকে এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলায়নি চেন্নাই সুপার কিংস (CSK)৷ ৪২ বছরের স্পিনারকে দলে দেখতে চাইছেন চেন্নাইয়ের ফ্যানেরা৷ সেরকমই প্রকাশ নামের এক সিএসকে ফ্যান মঙ্গলবার ট্যুইটারে তাহিরকে জিজ্ঞাসা করেছিলেন, "স্যার আপনাকে প্রথম একাদশে কবে দেখতে পাব? তামিলনাড়ু আপনার অপেক্ষায়" 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩৭ বছর বয়সে বিশ্বের এক নম্বর বোলার হওয়া তাহির বুঝিয়ে দিলেন যে, তাঁর কাছে দলের সংজ্ঞা কী বা তাঁর স্পোর্টসম্যান স্পিরিট ঠিক কোন জায়গায়! তাহির উত্তরে লিখলেন, "ধন্যবাদ স্যার৷ সেরা প্লেয়াররা মাঠে নেমে নিজেদের অবদান রাখছে৷ দলের স্বার্থে তাদেরই খেলা উচিত৷ আমার কথা নয়, দলের কথা ভাবতে চাই আমি৷ এই অসাধারণ দলের অংশ হতে পারার জন্য গর্বিত৷ যদি টিমের আমাকে কখনও প্রয়োজন হয়, তাহলে সেরাটা উজার করে দেব আমি৷"



২০১৯ সালে চেন্নাই দু'বছরের নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরেছিল৷ ফিরেই তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় ধোনির ইয়েলো আর্মি৷ সেই মরসুমে আগুনে ফর্মে ছিলেন তাহির৷ ১৭ ম্যাচে ২৬ উইকেট (ফাইনালে ২টি সহ) নিয়েছিলেন ১৮.৮৪-এর স্ট্রাইক রেটে, ইকনমি রেট ছিল ৬.৬৯৷ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ায় তাহিরের মাথায় ওঠে পার্পেল ক্যাপ৷ ২০১৮ থেকেই তাহির আছেন চেন্নাইয়ে৷