দেখুন ভাইরাল ভিডিয়ো: গ্যালারিতে ক্যাচ নেওয়ার জন্য ফ্যানের এক সিট থেকে অন্য সিটে মরিয়া ডাইভ!
এই ঘটনার ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে যায়।
নিজস্ব প্রতিবেদন: গ্যালারিতে উড়ে এল লিয়াম লিভিংস্টোনের (Liam Livingstone) বিরাট ছয়। সেই বল ক্যাচ নেওয়ার জন্য এক ফ্যান নিজের আসন ছেড়ে লাফিয়ে পড়লেন সামনের আসনে। তারপরেও ক্যাচ তালুবন্দি করলেন তিনি। এরপর বিশ্ব জয়ের আনন্দে মেতে উঠলেন! দ্য হান্ড্রেড ক্রিকেট টুর্নামেন্টে গত সোমবার নর্দান সুপারচার্জাস বনাম বার্মিংহ্যাম ফোনিক্স ম্যাচ এই হাস্যকর মুহূর্তের সাক্ষী থাকল। এই ঘটনার ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: Messi র চোখের জল মোছা টিস্যু পেপারই এখন মহা মূল্যবান! বিক্রি হচ্ছে বিরাট দামে
ম্যাচে প্রথমে ব্যাট করে সুপারচার্জাস ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছিল নির্ধারিত ১০০ ডেলিভারিতে। জবাবে লিয়াম লিভিংস্টোনের ৪২ বলে ৯০ রানের ইনিংসে বার্মিংহ্যাম ৮ উইকেট হাতে রেখে ৭৪ বল বাকি থাকতে ম্যাচ বার করে নেয়। হান্ড্রেড ইতিমধ্যেই দুরন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে। ১০০ বলের নতুন ফর্ম্যাটের এই ক্রিকেট ফ্যানেরা দেদার উপভোগ করছেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)