MS Dhoni | IPL 2024: অঞ্জলিতে বেজায় তুষ্ট `ভক্তের ভগবান`, নেটপাড়ায় চর্চায় জোড়া ধোনি! দেখুন একবার
Fan gifts CSK captain MS Dhoni hand-painted artworks: ভক্তের অঞ্জলিতে তুষ্ট `ভগবান`! ধোনির মুখে হাসি ফুটে উঠল নিজেকে পেয়ে! এই প্রতিবেদনে জানুন শিল্পী-ফ্য়ান ঠিক কী করলেন!
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দিন পাঁচেক হল চেন্নাই সুপার কিংসের (CSK) সঙ্গে অনুশীলন শুরু করেছেন এমএস ধোনি (MS Dhoni)। সপ্তদশ আইপিএল (IPL 2024) শুরু হতে আর দুই সপ্তাহ বাকি নেই। পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক কোমর বেঁধেই প্র্যাকটিস করছেন। নৈশালোকে ধোনির নেটসেশনও ভাইরাল হয়েছে। আর এবার ভাইরাল হল ধোনিকে দেওয়া এক অনুরাগীর জোড়া আর্টওয়ার্ক। ধোনির দুই ভিন্ন লুকসের ছবি এঁকেছেন যশ নামের এক ভক্ত। আর সেই দুই ছবি তিনি দিয়েছেন মাহিকে। উপহার পেয়ে যে, মাহি বেজায় তৃপ্ত হয়েছেন, তা ফুটে উঠেছে তাঁর হাসিতে। আর সেই দুই ছবি নিয়েও নেটপাড়ায় বিস্তর চর্চা হচ্ছে। এক ছবিতে ধোনির বড় চুল, অন্য় ছবিতে ছোট চুলের ধোনি।
আইপিএল শুরুর আগেই ধোনি নিজেকে নিয়ে রহস্য় বাড়িয়ে ছিলেন। ধোনি ফেসবুকে লিখেছিলেন, 'নতুন মরসুম ও নতুন ভূমিকার জন্য় তর সইছে না। সঙ্গে থাকুন!'ধোনির ফেসবুক পোস্টের পরেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল তাঁর আগামী নিয়ে জল্পনা। কেউ বলেছিলেন ধোনি হয়তো আর খেলবেন না। তাঁকে দেখা যাবে সাপোর্ট স্টাফ হিসেবে। কেউ মনে করছিলেন ধোনি হয়তো আইপিএল থেকে অবসর নিয়ে ফেললেন। কেউ আবার এও ভেবেছিলেন যে, ব্য়াটিং অর্ডারে হয়তো তাঁকে উপরের দিকে দেখা যাবে। তবে এসব কিছুই ঘটেনি। ধোনির ওই পোস্ট ছিল আইপিএলের প্রচার সংক্রান্ত।
সিএসকে প্রাক মরসুম প্রস্তুতি শিবির শুরু করে দেয় দীপক চাহার, রুতুরাজ গায়কোয়াড়, সিমরজিৎ সিং, রাজবর্ধন হাংগারগেকর, মুকেশ চৌধুরি, প্রশান্ত সোলাঙ্কি, অজয় মণ্ডল, শাইক রশিদ ও নিশান্ত সিন্ধুকে নিয়ে। এরপর আসেন মাহি। আগামী ২২ মার্চ সিএসকে ও আরসিবি ম্য়াচ দিয়েই আইপিএলের পর্দা উঠছে চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। গতবছর আইপিএল ফাইনাল শেষ হওয়ার পরেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনিকে ছুটতে হয়েছিল। আর্থোস্কোপিক রিপেয়ারের জন্য মাইক্রোসার্জারি করাতে হয়ে। রিহ্যাব করিয়ে কিংবদন্তি ক্রিকেটার এখন পুরো ফিট।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)