Father`s Day 2021: আজও বাবার শৈশবের স্মৃতি আঁকড়ে Sachin, দেখালেন বাড়ির সেই বিশেষ জায়গা
দিন মাহাত্ম্যের কথা ভেবে `ক্রিকেট ঈশ্বর` সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করলেন।
নিজস্ব প্রতিবেদন: তাঁর পুরো নাম কিন্তু সচিন রমেশ তেন্ডুলকর, গোটা বিশ্বের কাছে যদিও এই ক্রিকেট কিংবদন্তি পরিচিত সচিন তেন্ডুলকর নামেই (Sachin Tendulkar)। সচিনের শুধু নামের সঙ্গেই নয়, তাঁর জীবনের সঙ্গেও ওতোপ্রতো ভাবে জুড়ে রয়েছেন তাঁর বাবা রমেশ তেন্ডুলকর (Ramesh Tendulkar)। আজ ফাদার্সে ডে, সাধারণ থেকে সেলেব, প্রায় সকলেই পিতৃবন্দনায় মুখরিত হয়েছেন। দিন মাহাত্ম্যের কথা ভেবে 'ক্রিকেট ঈশ্বর' সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করলেন। কথা বলতে বলতে আবেগি হয়ে গেলেন সচিন। রমেশ তেন্ডুলকর একজন জনপ্রিয় মারাঠা কবি ছিলেন। সচিন বারবার বলেছেন তাঁর জীবনে বাবাই সুপারহিরো।
আরও পড়ুন: Father's Day: লেন্সবন্দি বলি, টলি, ও ক্রিকেট জগতের তারকা ও তাঁদের সন্তানরা
মাস্টারব্লাস্টার তাঁর বাড়ির বারান্দায় নিয়ে গিয়ে একটি দোলনার সঙ্গে অনুগামীদের পরিচয় করালেন, সচিন ভিডিয়োতে বলেন, "আজ তোমাদের একটা বিশেষ জিনিস দেখাব, যেটার মূল্য আমার কাছে অনেক। এটা দেখে দোলনা মনে হচ্ছে ঠিকই। কিন্তু এটা নিছকই দোলনা নয়, এখানে আমার বাবা বেড়ে উঠেছিল। বুঝতেই পারছো কত পুরনো এটা। মা বলতো যদি কখনও এটাকে দোলনা বানাতে পারি, তাহলে এটা ব্যবহার করতে পারব। বুঝতেই পারছেন এটা আমার কাছে কত স্পেশ্যাল। এখানে বসলে একটা অদ্ভুত শান্তি পাই, মনের মধ্যে কত ভাবনা খেলা করে।" শুধু সচিন নন, ফাদার্স ডে-তে অনেক ভারতীয় ক্রিকেটারই বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রয়াত বাবার স্মৃতিতে আবেগপ্রবণ পোস্ট করেছেন হার্দিক পাণ্ডিয়া। বাবার সঙ্গে তাঁর একটা ছবি শেয়ার করেছেন ক্রিকেটার সুরেশ রায়নাও।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)