ওয়েব ডেস্ক: ক্রিকেটে মহম্মদ শামির বাবা মারা গেলেন। আর ভারত থেকে অনেক দূরে আর্জেন্তিনার বুয়েনোস আইরেসে মারা গেলেন লিওনেল মেসির প্রথম কোচ এর্নেস্টো ভেচ্চিও। নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে এই তথ্যটা জানানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, রোজারিওতে মেসির অভিষেক হয়েছিল যে কোচের তত্বাবধানে, সেই এর্নেস্টো ভেচ্চিও প্রয়াত। আমাদের ক্লাবে তিনি দীর্ঘ ৩০ বছর ধরে জড়িয়ে ছিলেন।মাত্র ৬৫ বছর বয়সেই তিনি চলে গেলেন।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ১৫ মাস পরে দেশের মাটিতে কোনও সিরিজ হারের সামনে দাঁড়িয়ে ভারত


লিওনেল মেসির ফুটবল জীবনের প্রথম কোচ তিনিই। মেসি ফাউন্ডেশনের হয়েও কাজ করতেন তিনি। বার্সেলোনা  তারকা এবং আর্জেন্তিনার ক্যাপ্টেনকে সন্তানস্নেহে আগলে রাখতেন সবসময়। যখনই মেসির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে, দেশের জার্সিতে খেলতে না পারার বিষয়ে, তখনই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, তাঁর প্রথম কোচ।


আরও পড়ুন  প্রয়াত মহম্মদ শামির বাবা তৌসিফ আলি