FIFA Club World Cup 2019: ফিরমিনোর গোলে ফাইনালে লিভারপুল
ম্যাচের ইনজুরি টাইমে পরিবর্ত হিসেবে নামা রবের্তো ফিরমিনোর গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় লিভারপুল।
নিজস্ব প্রতিবেদন: ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে লিভারপুল। সেমি ফাইনালে মেক্সিকোর ক্লাব মনতেরিকে ২-১ গোলে হারাল ইউরোপ চ্যাম্পিয়নরা।
অসুস্থতার কারণে নেই রক্ষণের মূল ভরসা ভার্জিল ভ্যান ডিক। প্রথম একাদশে ছিলেন না রবের্তো ফিরমিনো, সাদিও মানে, ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডরা। প্রথম একাদশের বেশ কয়েক জনকে ছাড়া বুধবার রাতে দোহায় ক্লাব বিশ্বকাপের সেমি ফাইনালে চেনা ছন্দে দেখা গেল না লিভারপুলকে। শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ দানা বাঁধছিল না লিভারপুলের। কিন্তু ১১ মিনিটে এগিয়ে যায় য়ুর্গেন ক্লপের দল। মোহামেদ সালাহর ডিফেন্স চেরা পাস ধরে লক্ষ্যভেদ করেন নাবি কেইতা।
মিনিট তিনেকের মধ্যেই অবশ্য সমতা ফেরায় মনতেরি। ফুনেস মোরি-র গোলে সমতায় ফেরে মেক্সিকোর ক্লাব দলটি। বিরতির আগে পর বেশ কয়েকটি দারুণ সেভ করে দলকে লড়াইয়ে রাখেন আলিসন। ৬২ মিনিটে ওরিগি গোল অফ সাইডের কারণে বাতিল হয়। এরপর ম্যাচের ইনজুরি টাইমে পরিবর্ত হিসেবে নামা রবের্তো ফিরমিনোর গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় লিভারপুল। ২১ ডিসেম্বর ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো।
আরও পড়ুন - LA LIGA 2019-20: ১৭ বছর পর বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো গোলশূন্য