জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্টারন্য়াশনাল ফেডারেশন অফ প্রফেশনাল ফুটবলার্স (International Federation of Professional Footballers) ওরফে এফআইএফপিআরও (FIFPRO)। বিশ্বজোড়া এই সংগঠন ৬৫ হাজার ফুটবলারকে নিয়ে। গতবছরের পাকফরম্য়ান্সের ভিত্তিতে, বিশ্ব একাদশের জন্য় মনেনীত ২৩ সদস্য়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে  (2023 FIFA FIFPRO Men's World 11 Shortlist)। সেখান থেকে বেছে নেওয়া হবে সেরার সেরা এগারোকে। লিয়োনেল মেসি (Lionel Messi), ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গেই করিম বেঞ্জেমা (Karim Benzema), আর্লিং হাল্যান্ড (Erling Haaland), হ্য়ারি কেন (Harry Kane), কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ও ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior) মনোনীত ফরোয়ার্ডদের তালিকায় রয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WATCH: দুবাই থেকে মাদেইরায় এলেন রোনাল্ডো, ছেলের উপহারে আবেগি মা, ভারতে এই গাড়ির দাম কত?


আগামী ১৫ জানুয়ারি লন্ডনে পুরস্কারপ্রদান অনুষ্ঠান হবে। চমকে দেওয়ার মতো এক তথ্য় সামনে এসেছে। এই নিয়ে টানা ১৬ বার মনোনীত হয়েছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন রাজপুত্র মেসি। অন্যদিকে টানা ১৫ বছর (২০২২ সাল বাদে) পর্তুগিজ জাদুকর রোনাল্ডোও মনোনীত হয়েছেন। ভোটিং অনলাইনে হয়, প্রতিটি খেলোয়াড়কে প্রতিটি পজিশনের জন্য় তিনজন খেলোয়াড়কে মনোনীত করতে বলা হয়। তিনজন গোলরক্ষক, তিনজন ডিফেন্ডার, তিনজন মিডফিল্ডার এবং তিনজন ফরোয়ার্ডকে বেছে নিতে বলা হয়। ১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২০ অগস্ট ২০২৩ সময়সীমার মধ্য়ে পারফরম্য়ান্স ও কৃতিত্বকে মাথায় রেখেই ভোট হবে।



গোলকিপার: থিবু কুর্তোয়া (রিয়াল মাদ্রিদ), এডারসন (ম্যানঞ্চেস্টার সিটি), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)।


ডিফেন্ডার: রুবেন দিয়াস (ম্যান সিটি), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), এডার মিলিটাও (রিয়াল মাদ্রিদ), অ্যান্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), জন স্টোনস (ম্যান সিটি), কাইল ওয়াকার (ম্যান সিটি)।


মিডফিল্ডার: জুড বেলিংহাম (বরুসিয়া ডর্টমুন্ড/রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইন (ম্যান সিটি), ইকে গুন্ডোগান (ম্যান সিটি/বার্সেলোনা), লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ), রড্রি (ম্যান সিটি), বার্নার্ডো সিলভা (ম্যান সিটি), ফেডেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ)।


ফরোয়ার্ড: করিম বেঞ্জেমা (রিয়াল মাদ্রিদ/আল-ইতিহাদ), আর্লিং হাল্যান্ড (ম্যান সিটি), হ্যারি কেন (টটেনহ্য়াম /বায়ার্ন মিউনিখ), কিলিয়ান এমবাপে (প্যারিস সেন্ট জার্মেইন), লিয়োনেল মেসি (প্যারিস সেন্ট জার্মেইন/ইন্টার মিয়ামি), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (আল নাসের), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।


আরও পড়ুন: India vs Pakistan: মহারণের ঘণ্টা বেজে গেল, বাইশ গজে ফের হাইভোল্টেজ ডুয়েল, রইল দিনক্ষণ



 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)