জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন। আগের চারবার তিনি খালি হাতে ফিরেছেন। তবে এবার বিশ্বকাপ (FIFA Qatar World Cup 2022) জিততে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বয়স ৩৭ হয়ে গেল। প্রবল প্রতিপক্ষ লিওনেল মেসির (Lionel Messi) মতো তাঁরও যে এবার শেষ বিশ্বকাপ। এমন একটা কাতার বিশ্বকাপেই (FIFA Qatar World Cup 2022) বাজিমাত করতে মরিয়া পর্তুগালের (Portugal) হার্টথ্রব 'সিআর সেভেন'। ২০১৮ বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে উরুগুয়ের বিরুদ্ধে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। সেই ধাক্কা কাটিয়ে এবার যথেষ্ট শক্তিশালী দল গড়েছেন দলের হেড কোচ ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোনাল্ডোর পাশাপাশি এবার তালিকায় রয়েছেন বার্নান্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজদের, জ্যাও ফেলিক্সদের। এবং রয়েছেন বহু যুদ্ধের নায়ক অভিজ্ঞ ডিফেন্ডার পেপে। গোলকিপার দিয়োগো কোস্তাকে দলে নেওয়া হয়েছে। এমনকি ১৯ বছরের সেন্টার ব্যাক আন্তোনিও সিলভা ও ২১ বছরের তরুণ স্ট্রাইকার গোনক্যালো র‍্যামোজকেও সুযোগ দিয়েছেন ফার্নান্দো স্যান্টোস। 



আরও পড়ুন: Croatia | FIFA World Cup 2022: ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিল গতবারের রানার্স ক্রোয়েশিয়া


আরও পড়ুন: Germany | FIFA World Cup 2022: এই কিশোর প্রতিভাকে নিয়েই জার্মানির দল! পাঁচ বছর আগে খেলা গোৎজের প্রত্যাবর্তন


২৬ জনের দল ঘোষণা হওয়ার পর রোনাল্ডো টুইটারে লিখেছেন, 'মিস্টার ফার্নান্দো স্যান্টোস সেরা ২৬ জন ফুটবলারকে বেছে নিয়েছেন। এবার আমাদের মাঠে পারফর্ম করতে হবে। সবাই একজোট হয়ে পর্তুগালের জয়ের জন্য লড়াই করব। সেই সময় এসে গিয়েছে।' 


২৬ জন দল থেকে বাদ গিয়েছেন জোসে ফোন্তে, গোনক্যালো গাইডেস, ডিওগো জোটা, রেনেতো সানচেজ এবং জ্যাও মাতিনহো। দল নির্বাচন নিয়ে ফার্নান্দো স্যান্টোস বলেন, 'আমি নিজে এই ফুটবলারদের বেছে নিয়েছি। আমাকে বলা হয়েছিল ২৬ জনকে বাছতে। আমার এই ২৬ জনকেই কাতারের মাঠে প্রয়োজন বলে মনে হয়েছে।' এবার ঘানা, উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে গ্রুপ এইচে রয়েছে পর্তুগাল। ২৪ নভেম্বর ঘানার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। 



একনজরে পর্তুগাল দল  


গোলকিপার: রুই প্যাট্রিসিওই, দিয়োগো কোস্তা, জোসে সা


রক্ষণ: পেপে, রুবেন ডিয়াজ, জ্যাও কানস্যালো, নুনো মেন্ডেজ, ডিওগো ড্যালট, আন্তোনিও সিলভা, রাফ্যাল গুরেরো।


মাঝমাঠ: ভিটিনহা, বার্নান্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, রুবেন নেভারস, ড্যানিলো পেরেইরা, পালহিনহা, জ্যাও মারিও, ওটাভিও, ম্যাথিউ নুনেজ, উইলিয়াম


স্ট্রাইকার: জ্যাও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রাফ্যাল লিও, আন্দ্রে সিলভা, গোনক্যালো র‍্যামোজ, রিকার্ডো হোর্তা



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)