ওয়েব ডেস্ক: ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল দলের স্বপ্নের উত্থান। ফিফা র‍্যাঙ্কিংয়ে ছিয়ানব্বই নম্বর স্থানে উঠে এলেন সুনীল ছেত্রীরা। গত দুবছরে এগারো ধাপ উঠেছে ভারত। ১৭৩ থেকে ৯৬। মাত্র দুবছরের একটু বেশি সময় ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল দলের স্বপ্নের উত্থান। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৬য়ে উঠে এলেন সুনীল ছেত্রীরা। ভারতের ফুটবল হিসেবে এটাই দ্বিতীয় সর্বোচ্চ র‍্যাঙ্কিং। গত পনেরোটা ম্যাচের মধ্যে তেরোটা জিতেছে ব্লু-ব্রিগেড। শেষ আট ম্যাচে অপরাজিত কনস্ট্যানটাইনের দল। স্বপ্নের ফর্মে থাকার পর থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ে বারবার উন্নতি করেছে ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়ে ৩-১ ফলে একদিনের সিরিজ জিতলেন কোহলিরা


যার ফল এই ৯৬য়ে উঠে আসা। ১৯৯৬ সালে ৯৪ নম্বরে উঠেছিল টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত সেটাই সর্বোচ্চ র‍্যাঙ্কিং। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ভারতের র‍্যাঙ্কিং নেমে গিয়েছিল ১৭১-এ। সেবছরই মার্চে সুনীলরা নেমে গিয়েছিলেন ১৭৩-এ। ভারতের সেটাই ছিল সবচেয়ে খারাপ র‍্যাঙ্কিং। গত দুবছর দুমাসে ৭৭ ধাপ উঠেছে ভারত। কনস্ট্যানটাইন জমানায় যে সাফল্য এককথায় অসাধারণ।


আরও পড়ুন  বাতিল হয়ে গেল অস্ট্রেলীয় এ দলের দক্ষিণ আফ্রিকা সফর