ওয়েব ডেস্ক: ইউরোর নক আউট রাউন্ডে উঠল যে ষোলোটি দেশ, তাদের ফিফা Ranking কত, জেনে নিন এক নজরে--
 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেলজিয়াম-২
জার্মানি-৪
স্পেন-৬


পর্তুগাল-৮
ইংল্যান্ড-১১
ইটালি-১২


সুইজারল্যান্ড-১৫
ফ্রান্স-১৭
হাঙ্গেরি-২০


স্লোভাকিয়া-২৪
নর্দান আয়ারল্যান্ড-২৫
ওয়েলশ-২৬


পোল্যান্ড-২৭
আয়ারল্যান্ড-৩৩
আইসল্যান্ড-৩৪


-------------------------


দেখে নিন ক্রীড়াসূচি,ভারতীয় সময় অনুযায়ী


২৫ জুন,শনিবার
সুইজারল্যান্ড বনাম পোলান্ড-সন্ধ্যা সাড়ে ৬টা
ওয়েলশ বনাম নর্দান আয়ারল্যান্ড-রাত ৯.৩০টা
---
২৬ জুন,রবিবার
ক্রোয়েশিয়া বনাম পর্তুগাল-রাত ১২.৩০টা
ফ্রান্স বনাম আয়ারল্যান্ড-সন্ধ্যা৬.৩০টা
জার্মানি বনাম স্লোভাকিয়া-রাত ৯.৩০টা
------------
২৭ জুন,সোমবার
হাঙ্গেরি বনাম বেলজিয়াম-রাত ১২.৩০টা
ইটালি বনাম স্পেন-রাত ৯.৩০টা
--------
২৮ জুন
ইংল্যান্ড বনাম আইসল্যান্ড-রাত ১২.৩০টা
----------
কোয়ার্টার ফাইনাল
১ জুলাই থেকে ৪ জুলাই
প্রতিদিন একটি করে ম্যাচ, সব খেলা রাত ১২.৩০টায়
------
সেমিফাইনাল
৭ জুলাই, রাত ১২.৩টা
-------
ফাইনাল
১১ জুলাই, রাত ১২.৩০টা
----------------


শনিবার সেন্ট এথিনেতে প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ পোল্যান্ড। এই ম্যাচে নজর থাকবে লেওয়ানডোস্কির দিকে। শনিবার রাতেই দ্বিতীয় প্রি-কোয়ার্টার ফাইনালে নর্দার্ন আয়াল্যান্ড মুখোমুখি গ্যারেথ বেলের ওয়েলস। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলর টিকিট পাকা করেছে বেলরা।শনিবার গভীর রাতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া লড়াই। ফের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাজিকের অপেক্ষায় বিশ্বফুটবল। এই ম্যাচে ক্লাব ফুটবলে তার সতীর্থ মড্রিকের মুখোমুখি হবে সিআর সেভেন। রবিবার সন্ধ্যায় চতুর্থ প্রি-কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ইউরোর আয়োজক দশ ফ্রান্স। দেশঁ ব্রিগেডের প্রতিপক্ষ রিপাপ্লিক অফ আয়াল্যান্ড।


রবিবার রাতে শেষ ষোলর ম্যাচে নামছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। মুলার,ওজিলদের প্রতিপক্ষ স্লোভাকিয়া। রবিবার গভীর রাতে  মুখোমুখি হবে হাঙ্গারি বনাম বেলজিয়াম। হ্যাজার্ডদের সামনে কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি। সোমবার রাতে সপ্তম প্রি-কোয়ার্টার ফাইনালে মেগা ডুয়েল। মুখোমুখি স্পেন ও ইতালি। ইউরোপের দুই শক্তিশালী দেশের লড়াইয়ে জমে যেতে পারে ইউরোর আসরে। সোমবার গভীর রাতে শেষ প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড বনাম আইসল্যান্ড