জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA) এবার বর্ষসেরাদের বেছে নিতে চলেছে। সোমবার প্যারিসে অনুষ্ঠিত হবে 'ফিফা দ্য বেস্ট' (FIFA The Best) অনুষ্ঠান। ভারতীয় সময়ে দ্য বেস্ট অ্য়াওয়ার্ডস (The Best awards ) দেওয়া শুরু হবে রাত ১:৩০ মিনিট থেকে। বর্ষসেরা ফুটবলার (The Best FIFA Men's Player) হিসেবে মনোনীত হয়ছেন লিওনেল মেসি (Lionel Messi), কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ও করিম বেঞ্জেমা (Karim Benzema)। চলতি মাসের শুরুর দিকেই ফিফা মনোনীতদের নাম ঘোষণা করে দিয়েছিল। তবে অনুষ্ঠানের আগের দিনই ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সেস আগুইলার জানিয়েছেন যে, পিএসজি-র অ্যাটাকার ও বিশ্বকাপ জয়ী মেসিই এবার এই ট্রফি স্পর্শ করবেন। এল'ইকুইপ ও ফ্রান্স ফুটবলের মুখের ওপর ঝামা ঘষে দিতে চলেছে ফিফা। এই দুই সংস্থাই ব্যালন ডি'অরের জন্য মনোনীত করে ফুটবলারদের। তারা মেসির নাম ব্যালন ডি'অরের জন্য মনোনীত করেনি। রিয়াল মাদ্রিদের ফরাসি মহাতারকা করিম বেঞ্জেমার হাতেই তুলে দেওয়া হয় ব্যালন ডি'অরে। বায়ার্ন মিউনিখের সাদিও মানে ও ম্যাঞ্চেস্টার সিটির কেভিন ডি ব্রুইনদের, পিছনে ফেলে এই ঐতিহ্যবাহী ট্রফি জেতেন বেঞ্জেমা। ব্যালন ডি'ওরের পাল্টা হিসাবেই ফিফা মেসির হাতে তুলে দেবে 'ফিফা দ্য বেস্ট'।  


আরও পড়ুন: Lionel Messi: ৭০০ গোল! চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে ছাপিয়ে যাওয়ার মুখে মেসি


আরও পড়ুন: Manchester United vs Newcastle: কাটল ট্রফির খরা! নিউ ক্যাসলকে হারিয়ে লিগ কাপ জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের


কোথায় আয়োজিত হবে 'ফিফা দ্য বেস্ট' অ্যাওয়ার্ড? 


২৭ ফেব্রুয়ারি প্যারিসের 'থিয়েটার দু শ্যাটেলেট' মঞ্চে আয়োজিত হবে এই মেগা ইভেন্ট। 


মেগা অ্যাওয়ার্ড প্রচারের সময়? 


'ফিফা দ্য বেস্ট' অ্যাওয়ার্ড সিইএসটি (সেন্ট্রাল ইউরোপিয়ান সামার টাইম) অনুসারে রাত ৯টা, জিএমটি (গ্রিনিচ মিন টাইম) অনুসারে রাত ৮টা ও আইএসটি (ভারতীয় সময়) অনুসারে রাত ১:৩০ মিনিট নাগাদ শুরু হবে এই অনুষ্ঠানের সম্প্রচার। 


কীভাবে ও কোথায় 'ফিফা দ্য বেস্ট' অ্যাওয়ার্ড? 


ফিফা-র ওয়েবসাইট ও ফিফা-র ইউটিউব চ্যানেলে এই মেগা 'ফিফা দ্য বেস্ট' অ্যাওয়ার্ড দেখতে পাবেন। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)