জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট ঘোষণা করে দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA)। গতবছর কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) অংশগ্রহণকারী, ৫১টি দেশের ৪৪০টি ক্লাবকে ২০৯ মিলিয়ন মার্কিন ডলার ভাগ করে দেবে ফিফা। প্রতিদিন ১০ হাজার ৯৫০ ডলার ( ভারতীয় মুদ্রায় প্রায় ৮ লক্ষ ৮০ হাজার টাকার কাছাকাছি) করে মোট ৮৩৭ জন ফুটবলারকে দেওয়া হবে। ফিফা জানিয়ে দিয়েছে যে, প্রতিটি ফুটবলার মোট কতক্ষণ মাঠে ছিলেন, তা কোনও ভাবেই বিচার্য নয় এখানে। বিশ্বকাপ খেলাটাই তারা দেখছে। ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপ হয়েছিল। সেই বছর কাপযুদ্ধে অংশ নেওয়া প্রতিটি ফুটবলার পেয়েছিলেন ৮ হাজার ৫৩০ ডলার। কাতার ফাইনাল পর্যন্ত দেশের হয়ে দু'বছর খেলা নিবন্ধিত ফুটবলারদেরই অর্থ ভাগ করে বিতরণ করা হবে ক্লাবগুলিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Lionel Messi: কবে অবসর নেবেন? স্পষ্ট ইঙ্গিত দিয়ে কী বললেন মেসি? জেনে নিন


৪৬টি ব্রিটিশ ক্লাব সবচেয়ে বেশি উপকৃত হবে। ইংল্যান্ডের ক্লাবগুলি মোট ৩৭, ৭১৩, ২৯৭ ডলার পাবে। ইংল্যান্ডের পর স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্সের ক্লাবগুলি থেকে বেশি ফুটবলাররা অংশ নিয়েছেন বিশ্বকাপে। প্রতিটি ক্লাবের মধ্যে ম্য়াঞ্চেস্টার সিটি সবচেয়ে বেশি টাকা পাবে। মোটের বিচারে ৪, ৩৩২, ৮০৯ ডলার। এরপরেই বার্সোলোনা (৪, ৫৩৮, ৯৫৫ ডলার) ও বায়ার্ন মিউনিখ (৪,৩৩১, ৮০৯ ডলার)। সম্প্রতি ফিফা ঘোষণা করা হয়েছে যে, ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সঙ্গে তারা সম্মিলিত ভাবে, আসন্ন ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের আসন্ন সংস্করণের জন্য ক্লাবগুলিকে ৩৫৫ মিলিয়ন ডলার দেবে। এই মর্মে চুক্তিও হয়ে গিয়েছে। এই চুক্তির ফলে ভবিষ্যতে বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের অংশগ্রহণের জন্য ক্লাবগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ফিফার প্রতিশ্রুতিকে আরও জোরাল করবে।


কাতার বিশ্বকাপ  শুরু হওয়ার আগে থেকেই, একটা কথা বারবার সকলে বলছিলেন, লিওনেল মেসির হাতে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। আর ফুটবল বিধাতা সেটাই করলেন। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করলেন। লুসেল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালের ফয়সলা হয়েছিল পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। 



আরও পড়ুন: Lionel Messi and Camp Nou Stadium: মেসির সাধের ক্যাম্প ন্যু এখন শুধুই ধ্বংসস্তূপ! দেখুন চমকে দেওয়া ভাইরাল ভিডিয়ো


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)