আজ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিষেক ঘটতে চলেছে ভারতের
ওয়েব ডেস্ক: শুক্রবার ফিফা বিশ্বকাপে অভিষেক ঘটতে চলেছে ভারতের। রাজধানীতে টিম ইন্ডিয়ার সামনে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার থেকে কিছুটা পিছিয়ে শুরু করছে মাতোসের দল। তবে ঘরের মাঠে মার্কিনদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ভারতের যুব দল। দীর্ঘ প্রতিক্ষার অবসান। শুক্রবার সন্ধ্যায় দেশের রাজধানীতে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে অভিষেক ঘটতে চলেছে টিম ইন্ডিয়ার। ফিফার টুর্নামেন্টে প্রথমবার খেলতে দেখা যাবে ব্লু-ব্রিগেডকে। দেশের মাটিতে যুব বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার ম্যাচে ভারতের সামনে মার্কিন যুক্তরাষ্ট্র। ধারে ভারে বেশ কিছুটা এগিয়ে ইউএস। বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাও অনেক। সেখানে শূন্য থেকে শুরু করছে মাতোসের দল। আয়োজক দেশের থেকে এগিয়ে মার্কিন বাহিনী। ভারতীয় শিবির সেটা ভালোই জানে। তবে লড়াইয়ের জন্য প্রস্তুত মাতোস অ্যান্ড কোম্পানি। নিজেদের ডেরায় নব্বই মিনিট আমেরিকার সঙ্গে লড়াই করতে প্রস্তুত ভারতীয় দল।
আরও পড়ুন ভারতীয় ফুটবলে জড়িয়ে যেতে চলেছে হোসে মোরিনহোর নাম
শক্তির দিক দিয়ে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে দর্শক সমর্থন পাচ্ছে অমরজিত সিং,অভিজিত সরকাররা। ভারতীয় সমর্থকদের দলের বারোতম সদস্য হিসেবে দেখছেন কোচ মাতোস। ফুটবলারদের উদ্দেশ্যে মাতোসের বার্তা খোলা মনে খেলো। বিশ্বকাপের মঞ্চে তরুণ ফুটবলারদের চাপে ফেলতে চান না পর্তুগিজ কোচ। বৃহস্পতিবার অনুশীলন চলাকালীন মাঠে উপস্থিত হন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল। ফুটবলারদের উত্সাহ দেন তিনি। সব মিলিয়ে শুক্রবার থেকে নতুন শুরুর অপেক্ষায় ভারতীয় ফুটবল।
আরও পড়ুন রঞ্জিতে সার্ভিসেসের বিরুদ্ধে নামার আগেই গরমের সঙ্গে লড়ে কাহিল মনোজ তিওয়ারিরা