ওয়েব ডেস্কঃ দু মাসের কম সময়ে প্রথমবার ভারতের মাটিতে বসতে চলেছে ফুটবলের কোনও বিশ্বকাপের আসর। যুব বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিতে চলতি মাসেই শুরু হতে চলেছে ট্রফি ট্যুর। সতেরোই আগস্ট থেকে রাজধানী দিল্লি থেকে শুরু হবে অনূর্ধ্ব সতরো বিশ্বকাপের ট্রফি ট্যুর। তারপর চল্লিশ দিনে প্রায় নয় হাজার কিলোমিটার ঘুরবে মূল ট্রফিটি। দিল্লি থেকে গুয়াহাটি,কলকাতা,মুম্বই,গোয়া, কোচি হয়ে ট্টফি ফিরবে রাজধানীতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পুরনো দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে রোনাল্ডোর মাঠে নামা নিয়ে জল্পনা


একত্রিশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় থাকবে যুব বিশ্বকাপের ট্রফি। আঠাশে অক্টোবর ফুটবলের মক্কায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ট্রফি ট্যুর ঘিরে ভারতের বিভিন্ন শহরে কার্নিভালের চেহারা দিতে চাইছেন উদ্যোক্তারা।


আরও পড়ুন  রোনাল্ডোকে একেবারে ১৭ ধাপ পিছনে ফেলে দিলেন মেসি!