নিজস্ব প্রতিবেদন: অঘটনের বিশ্বকাপে সাবেকিয়ানার সাঁঝবাতির সলতে হয়ে জ্বলে রইল ব্রাজিল। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেইমাররা। গোল করলেন, করালেন নেইমার। সোমবার সামারায় যদিও ছন্দে দেখা গেল না ব্রাজিলকে। অসংখ্য ভুল পাস আর সুযোগ নষ্টের পরেও অঘটন ঘটাতে পারল না মেক্সিকো। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন শুরু থেকেই অগোছালো ফুটবল শুরু করেন জেসুস, উইলিয়ামরা। ব্রাজিল রক্ষণের চিরকালীন দুর্বলতার সুযোগে ম্যাচ ধরে ফেলেছিল মেক্সিকো। বার বার প্রকট হচ্ছিল ডিপ ডিফেন্সের ফাঁক ফোকড়। যদিও প্রথমার্ধের শেষের দিকে ছন্দে ফেরে ব্রাজিল। কিন্তু গ্যাব্রিয়েল জেসুস, ফিলিপে কুটিনহোরা ফর্মে না-থাকায় পজেটিভ স্ট্রাইকারের অভাব বারবার ফুটে উঠিল আক্রমণের শেষে। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই। 


দ্বিতীয়ার্ধে শুরুতেই মরিয়া হয়ে ঝাঁপায় ব্রাজিল। ম্যাচের ৫১ মিনিটে উইলিয়ামের মাইনাস থেকে বল জালে জড়ান নেইমার। কিন্তু তার পরেও ফের অগোছালো লাগে ব্রাজিলকে। ম্যাচের ৮০ মিনিটের পর রোবার্তো ফিরমিনোকে মাঠে নামান কোচ তিতে। মাঠে নেমেই ৮৮ মিনিটের মাথায় নেইমারের পাস থেকে গোল করেন ফিরমিনো। 


এদিনের জয়ের ফলে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে বেলজিয়াম বা জাপানের।