নিজস্ব প্রতিবেদন : রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোর লড়াই শেষ। ১৬টি দল থেকে বিদায় নিয়েছে আটটি দল। আর বাকি আটটি দল এবার মুখোমুখি হবে শেষ আটের লড়াইয়ে। ৬ এবং ৭ জুলাই বিশ্বকাপের চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে মেসির আর্জেন্টিনা, রোনাল্ডোর পর্তুগাল, ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনও। কোয়ার্টার ফাইনালে ফেভারিটদের মধ্যে উঠেছে ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম এবং ইংল্যান্ড। সবাইকে চমকে দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আয়োজক রাশিয়া।  ফ্রান্সের মুখোমুখি উরুগুয়ে, ব্রাজিলের সামনে বেলজিয়াম। শেষ আটের লড়াইয়ে কে কবে কোথায় কার মুখোমুখি হচ্ছে জেনে নিন ভারতীয় সময়ে:


      শেষ আটের লড়াই (কোয়ার্টার ফাইনাল)
 দিনক্ষণ       মুখোমুখি     ভেন্যু     সময়
৬ জুলাই, শুক্রবার উরুগুয়ে বনাম ফ্রান্স নিজনি নভগরদ সন্ধে ৭.৩০
৬ জুলাই, শুক্রবার ব্রাজিল বনাম বেলজিয়াম কাজান রাত ১১.৩০
৭ জুলাই, শনিবার সুইডেন বনাম ইংল্যান্ড সামারা সন্ধে ৭.৩০
৭ জুলাই, শনিবার রাশিয়া বনাম ক্রোয়েশিয়া সোচি রাত ১১.৩০

আরও পড়ুন - কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড