জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাপ যুদ্ধ থেকে আন্তর্জাতিক মঞ্চের অন্য কোনও ম্যাচ, নেদারল্যান্ডস (Netharlands) বরাবরই আর্জেন্টিনা (Argentina) থেকে এগিয়ে রয়েছে। চলতি কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনালে এমন একটা দলের বিরুদ্ধে প্রথম একাদশ সাজানোর আগে ব্যাপক চিন্তায় দলের মহা তারকা লিওনেল মেসি (Lionel Messi)। এবং হেড কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। রদ্রিগো ডিপল (Rodrigo De Paul) কি চোট সারিয়ে আদৌ প্রথম একাদশে জায়গা করে নিতে পারবেন? অ্যাঞ্জেল ডি মারিয়া (Angel Di Maria) চোট সারিয়ে গত কয়েকদিন অনুশীলন করলেও, তাঁকে শুরু থেকেই ডাচদের মহড়া নেওয়ার ক্ষেত্রে নামিয়ে দেওয়া হবে? নীল-সাদা ব্রিগেড কোয়ার্টার ফাইনালের আগে সঠিক কম্বিনেশনের খোঁজে রয়েছে। এমনটাই দাবি করছে আর্জেন্টিনার একাধিক সংবাদ মাধ্যম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর্জেন্টাইন সংবাদমাধ্যম 'টিওআইসি স্পোর্টসে' জানিয়েছে, প্রথম একাদশ সাজাতে অনুশীলনে আলাদা দুটি দলকে মাঠে নামিয়ে পরীক্ষা করে দেখেছেন দলের কোচ। মূলত ডিপল ও ডি মারিয়াকে নিয়ে সমাধান খুঁজে বের করতেই এমনভাবে অনুশীলন করিয়েছেন স্কালোনি। 


আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: 'মেসির চোখে কান্না দেখতে চাই!' লিওকে কটাক্ষ করে বিতর্কে ব্রাজিলের প্রাক্তন স্ট্রাইকার


আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: 'মেসিকে রুখে দেওয়ার ছক খুঁজে পেয়েছি'! 'মাইন্ড গেম' শুরু করে দিলেন ভ্যান গাল


নিজেদের শেষ অনুশীলনে স্কালোনি প্রথমে দলকে খেলান ৪-৩-৩ ফর্মেশনে। পরে অবশ্য সেই ছক বদলে ৫-৩-২ কম্বিনেশনে চলে যান। লিখে রাখা ভালো, ৪-৩-৩ অর্থাৎ এই কম্বিনেশনে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল নামিয়েছিলেন। 


অনুশীলনে তবে একাদশে একাধিক পরিবর্তন করেছিলেন স্কালোনি। মার্কোস অ্যাকুনা জায়গায় আসেন নিকোলাস ট্যাগলিয়াফিকো। অন্যদিকে আলেজান্দ্রো (পাপু) গোমেজের জায়গায় আসেন জায়গায় খেলেন আঞ্জেল ডি মারিয়া। এরপর অবশ্য ফের একবার অন্য ছকের প্রথম একাদশ মাঠে রেখে ফুটবলারদের তিনি দেখে নেন। এবার তাঁর প্রথম একাদশের বাইরে ছিলেন ট্যাগলিয়াফিকো এবং চোট পাওয়া দুই ফুটবলার ডি মারিয়া ও রদ্রিগো ডিপল।


ট্যাগলিয়াফিকো জায়গায় আসেন লিসান্দ্রো মার্টিনেজ। এবং ডিপল ও ডি মারিয়ার জায়গায় খেলেন মার্কোস অ্যাকুনা ও লিয়ান্দ্রো পারেদেস। তবে কোনও একাদশেই দেখা যায়নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করা লাউতারো মার্তিনেজকে। ফলে এই পরীক্ষা দেখে বুঝতে অসুবিধা নেই যে ডাচদের বিরুদ্ধে বহু যুদ্ধের নায়ক ডি মারিয়া এবং ডিপল-কে রেখেই ডাচদের বিরুদ্ধে দল সাজাচ্ছেন স্কালোনি। এমনকি দুজনকে একাদশে রেখেও ম্যাচ শুরু করতে পারেন আর্জেন্টাইন কোচ।


আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ 


গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ। 


ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস অ্যাকুনা। 


মিডফিল্ডার: এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডিপল। 


ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)