Cristiano Ronaldo, FIFA World Cup 2022: ২০২৬-এর বিশ্বকাপে খেলবেন? রোনাল্ডোর রহস্যময় পোস্টে বাড়ল জল্পনা!
Cristiano Ronaldo: ৫ ফেব্রুয়ারি ১৯৮৫ সালে জন্ম নেওয়া রোনাল্ডো এখন ৩৭-এ দাঁড়িয়ে। দুই বছর পর ইউরো কাপের সময় তাঁর বয়স হবে ৩৯। এরপর ২০২৬ সালে বিশ্বকাপ। সেই সময় তিনি ৪১ পেরিয়ে যাবেন। তখন বাকিদের সঙ্গে ফিটনেস বজায় রেখে ৯০ মিনিট দৌড়ে যেতে পারবেন তো?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪ সালে জার্মানির (Germany) মাটিতে আয়োজিত হবে ইউরো কাপ (Euro Cup 2024) । এরপর ২০২৬ সালে ফের একবার সবার সামনে দুহাত খুলে হাজির হবে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। এখন প্রশ্ন হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) কি তাঁর কেরিয়ারের দ্বিতীয় ইউরো কাপ জয়ের জন্য পর্তুগালের (Portugal) জার্সি গায়ে চাপিয়ে ফের মাঠে নামবেন? সেখান থেকে ফের একবার দেখতে শুরু করবেন পরবর্তী বিশ্বকাপ খেলা ও অধরা ট্রফি জয়ের স্বপ্ন? নাকি 'আর নয়, অনেক হয়েছে' এমন মনোভাব নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানিয়ে দেবেন? আসলে মরক্কোর (Morocco) কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর তাঁর কান্না দেখে অনেকের মনে হয়েছিল, এমন ট্র্যাজেডির পর তিনি পর্তুগালের হয়ে আর খেলবেন না। যদিও এরপর সোশ্যাল মিডিয়ায় রহস্যময় লম্বা পোস্ট করে বাড়িয়ে দিল জল্পনা!
'সি আর সেভেন' লিখেছেন, 'পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা আমার ফুটবল কেরিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। সৌভাগ্যবশত আমি আন্তর্জাতিক স্তরে বহু খেতাব জিতেছি। পাশাপাশি পর্তুগালের হয়েও ট্রফি জিতেছি। বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করাটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। আর এই স্বপ্ন সত্যি করার জন্য প্রচুর পরিশ্রম করেছি। ১৬ বছর ধরে পাঁচটা বিশ্বকাপে একাধিন মহান ফুটবলারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জার্সিতে লড়াই করেছি। সবসময় পর্তুগিজরা আমায় সমর্থন করেছে। আমারও পর্তুগালের প্রতি দায়বদ্ধতা কখনও এতটুকু কমেনি। দেশের হয়ে সবটা উজার করে দিয়েছি। কখনও লড়াই থেকে পিছিয়ে আসিনি। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় সেই স্বপ্নপূরণ হয়নি।' এরপরই যোগ করেন, 'আপাতত আর বেশি কিছু বলার নেই। পর্তুগালকে ধন্যবাদ। কাতারের স্বপ্নটা সুন্দর ছিল। তবে এখন আশা করছি, পরিস্থিতিই ভাল পরামর্শদাতা হয়ে উঠবে এবং প্রত্যেককে তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেবে।'