জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাদের দেশেই ফুটবলের জন্ম। অথচ সেই ইংল্যান্ড (England) এখনও জয়ের স্বাদ পায়নি। সেই অধরা স্বপ্ন পূরণ করতে বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরু হওয়ার কয়েকদিন আগেই মরুদেশে চলে এসেছে হ্যারি কেনের (Harry Kane) দল। কিন্তু কাতারে প্রথম রাতেই গ্যারেথ সাউথগেটের (Gareth Southgate) ছেলেদের এমন সমস্যার মুখোমুখি হতে হবে সেটা কে জানত! শোনা যাচ্ছে উটের তাণ্ডবে রাতের ঘুম উড়ে গিয়েছে ইংরেজ ফুটবলারদের। 'দ্য মিরর' নাম সংবাদমাধ্যম এমনটাই দাবি করেছে। 
 
‘সুক আল ওয়াকরা’ হোটেলে আগামী এক মাসের জন‌্য ডেরা বেঁধেছে ইংল‌্যান্ডের ৯৫ সদস্যের দল। দোহা থেকে ১২ মাইল দূরে এই সাততারা রিসর্ট। এর একদিকে রয়েছে আরব সাগরের নীল ঢেউ। অন‌্যদিকে সোনালি মরুভূমি। ফুটবলাররা যাতে অনুশীলনের পর বিশ্রাম করতে পারেন তাই এই ব্যবস্থা নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ফুটবলারদের ঘুম কেড়ে নিল একদল উট। প্রকাশিত খবরের দাবি, রিসর্টের বাইরে সমুদ্রতটের আস্তাবলে বেঁধে রাখা উটদের যুগলের ডাকে সারা রাত এক ফোঁটাও ঘুমোতে পারেননি র‌্যাশফোর্ড-কেন-ফোডেনরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: FIFA World Cup 2022: কাপ যুদ্ধের আগেই বিপত্তি, নিগৃহীত সাংবাদিক! ক্ষমা চাইল ফিফা


আরও পড়ুন: FIFA World Cup 2022, Prize Money: ক্রিকেট, অলিম্পিক্সকে পিছনে ফেলে দিল ফিফা, কাতার বিশ্বকাপের পুরস্কার মূল্য জানলে চমকে যাবেন



মঙ্গলবার রাতে ২৬ জনের দল নিয়ে কাতারে পা রেখেছেন ইংল‌্যান্ড কোচ গ‌্যারেথ সাউথগেট। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সেমি ফাইনালে গিয়েছিল দল। সেই বছর ক্রোয়েশিয়ার কাছে ১-২ গোলে হেরে দেশে ফিরে যায় ইংরেজরা। ফলে সেই ১৯৬৬ সালের পর থেকে ইংল্যান্ডের ফের একবার বিশ্বকাপ হাতে তোলার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। 'বি' গ্রুপে তাদের সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট, ওয়েলস ও ইরান। ২১ নভেম্বর ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করছে ইংল্যান্ড। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)