জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) আসল লড়াই শুরু হয়ে গিয়েছে। ১৫ ডিসেম্বর দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স (France) ও মরোক্কো (Morocco)। বিশ্ব ফুটবল দুই দেশের ৯০ মিনিটের যুদ্ধের সাক্ষী থেকেছিল ১৫ বছর আগে। তবে এই প্রথমবার দুই দল কাপ যুদ্ধের মঞ্চে লড়াই করবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধারে ভারে মরক্কোর থেকে অনেক এগিয়ে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আন্তর্জাতিক ম্যাচে উত্তর আফ্রিকার দেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত অপরাজিত ফরাসিরা। তবে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ইতিহাস গড়া মরক্কো ফের একবার আধিপত্য ধরে রাখতে পারবে কিনা, সেটাই এখন দেখার। 


দেখে নিন দুই দলের বেশ কিছু পরিসংখ্যান......


* আন্তর্জাতিক ম্যাচে মরক্কোর বিরুদ্ধে একবারও হারেনি ফ্রান্স। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৭ সালে। প্যারিসে প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।


* ষাট, সত্তর ও আশির দশকে আনফিসিয়াল ম্যাচও খেলেছিল ফ্রান্স ও মরক্কো। প্রথম দেখা ১৯৮৮ সালে, যেখানে ২-১ গোলে জিতেছিল ফরাসিরা। 


* বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও মরক্কো। অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত দুই দল পাঁচবার পরস্পরের বিরুদ্ধে খেলেছে। সেখানে তিনটি ম্যাচ জিতেছে ফ্রান্স। দুটি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। 


* কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন কিলিয়ান এমবাপে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে চার গোল করেছিলেন ২৩ বছরের এই স্ট্রাইকার। এবার নিজের সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছেন। কাপ যুদ্ধের মঞ্চে ১২ ম্যাচ খেলে এমবাপের মোট গোল নয়। 


* মরক্কোর বিশ্বকাপ অভিষেক ১৯৭০ সালে। উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে প্রথমবার নক আউটে গিয়েছিল মেক্সিকোতে আয়োজিত ১৯৮৬ সালের বিশ্বকাপে। তবে এই প্রথমবার আফ্রিকার দল হিসেবে প্রথমবার সেমি ফাইনাল খেলতে নামবে আছরাফ হাকিমি-ইয়াসিন বোনোরা। 


আরও পড়ুন: Walid Regragui, FIFA World Cup 2022: 'বল পজেশন নিয়ে কি ধুয়ে জল খাব!' ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে বাজার গরম করে দিলেন মরক্কোর কোচ


আরও পড়ুন: Morocco, FIFA World Cup 2022: একাধিক 'বিদেশি' ফুটবলার, কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের কৌশলেই 'সুপার পাওয়ার' মরক্কোর বিপ্লব


* কোনও দলকে বিশ্বকাপের নক আউট পর্বে তোলা প্রথম আরব কোচ হলেন ওয়ালিদ রেগরাগুইয়। গত সেপ্টেম্বরে মরক্কোর দায়িত্ব নেন তিনি। তাঁর কোচিংয়ে এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে অপরাজিত উত্তর আফ্রিকার এই দল।


* ১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধনী আসরে সুযোগ পেয়েছিল ফ্রান্স। এই কাপ যুদ্ধের মঞ্চে মোট ১৬ বার খেলছে দুইবার শিরোপা জেতা দলটি। 


* ১৯৯৮ সালের পর ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স।  


* টানা দু'বার বিশ্বকাপ জেতার হাতছানি ফ্রান্সের সামনে রয়েছে। এর আগে ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) ও ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২) পরপর দু'বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর এবার কাতারে দিদিয়ের দেশঁ-র দল কাপ জিতলে, ইতালি ও ব্রাজিলের রেকর্ডকে ছুঁয়ে ফেলবেন এমবাপেরা। 


* মরক্কোর জালে এখনও পর্যন্ত কোনও প্রতিপক্ষ বল পাঠাতে পারেনি। চলতি প্রতিযোগিতায় মরক্কো একমাত্র গোল হজম করেছিল কানাডার বিরুদ্ধে। সেই ম্যাচে আসরে আত্মঘাতী গোল করেন ডিফেন্ডার নায়েফ আগের্দ। যদিও এরপরেও ২-১ ব্যবধানে ম্যাচ জিতে যায় মরক্কো। 


 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)